‘ইচ্ছাকৃতভাবেই বদল করি কণ্ঠস্বর’

ফিচার ডেস্ক

আরিয়ানা গ্রান্দে ছবি: ভালচার

মার্কিন পপ তারকা আরিয়ানা গ্রান্দের সময়টা কাটছে ব্যস্ততায়। স্টুডিও অ্যালবাম এটার্নাল সানশাইন মুক্তির আগেই কাজ করেছেন ‘উইকেড’ সিনেমায়। এত কিছুর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সেভাবে ঢুঁ দেয়া হয় না। তবে সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওর জবাব দিয়েছেন তিনি। ভিডিওতে দেখা যায়, তার কণ্ঠস্বরের হঠাৎ বদলে যাওয়া। গ্রান্দে প্রথমে ভারি গলায় কথা বলেছেন, তারপর হুট করে কণ্ঠস্বর চলে গেছে উচ্চ গ্রামে। একদিনের ব্যবধানে সে ভিডিওটি ৫০ লাখ বার দেখা হয়। নজর এড়ায়নি গ্রান্দেরও। সম্প্রতি এক সাক্ষাৎকারে কণ্ঠস্বরের এমন হঠাৎ পরিবর্তনের ব্যাখ্যা দিয়েছেন এ শিল্পী। তিনি বলেন, ‘আমি ইচ্ছাকৃতভাবেই আমার কণ্ঠস্বর বদল করি গায়কির ওপর ভিত্তি করে। এটা সবসময়ই হয়।’

আরিয়ানার সর্বশেষ স্টুডিও অ্যালবাম এটার্নাল সানশাইন মুক্তি পায় হলিউড স্ট্রাইকের সময়। অ্যালবামের ব্যাপারে তিনি বলেন, ‘আমার কাছে আগে থেকে কোনো পরিকল্পনা ছিল না। অ্যালবাম বের করার লক্ষ্য নিয়েও কাজ করিনি। ভেবেছিলাম, উইকেড মুক্তি পাওয়ার আগে পর্যন্ত সংগীত নিয়ে মাতামাতি করব না। আমি নিশ্চিত ছিলাম না বিষয়টি নিয়ে।’

ম্যাক্স মার্টিনের সঙ্গে কয়েক দফা আলোচনার পর কাজ শুরু করেন আরিয়ানা। প্রাথমিকভাবে মুক্তি পায় তিনটি গান। সেদিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘এটা অনেকটাই স্বতঃস্ফূর্ত। প্রথম সপ্তাহটি আমরা একসঙ্গে কাজ করেছি। তারপর আমি নিজে থেকেই আসতে থাকি স্টুডিওতে। প্রতিদিনই কাজ চলতে থাকে। একদিন সিদ্ধান্ত নিই গানগুলো মুক্তি পেলে মন্দ হয় না। তাতে সবাই বিষয়টা জানতে পারবে।’

চলতি বছরের শেষ দিকে আরিয়ানাকে দেখা যাবে উইকেড সিনেমায়। সেখানে তার চরিত্রের নাম গ্লিন্ডা। পরিচালক জন এম চুর নির্মিত সিনেমাটি প্রেক্ষাগৃহে আসবে আগামী ২৭ নভেম্বর। এর আগে গত মার্চে সংসার ভাঙে আরিয়ানা গ্রান্দে ও ডালটন গোমেজের। অমীমাংসিত মতপার্থক্যকে কারণ দেখিয়ে বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন গ্রান্দে নিজেই। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস সুপিরিয়র কোর্টের দেয়া সিদ্ধান্তে তাদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়।

সূত্র: ডেডলাইন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন