কফি উইথ করণের নবম সিজন আগামী বছর

ছবি হটস্টার

টেলিভিশন থেকে ওটিটিতে গেছে করণ জোহরের শো ‘কফি উইথ করণ’। অনেকেই বলছেন জনপ্রিয়তায় ভাটা পড়েছে তার। কথা অনেকটাই সত্য। তবে এর মধ্যেও নতুন সিজনের ঘোষণা এসেছে। কফি উইথ করণের নতুন সিজন পরিকল্পনা করছেন করণ জোহর। আগামী বছর স্ট্রিম হবে কফি উইথ করণের নবম সিজন। এখন পর্যন্ত প্রকাশিত তথ্যানুসারে, হটস্টারেই আসবে নতুন সিজন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন