কাল মঞ্চে ‘সূচনা’ আনছেন তারা

ফিচার প্রতিবেদক

ছবি: অভি মঈনুদ্দীন

সেগুনবাগিচার ‘কচি কাঁচার মিলনায়তন-এ মঞ্চস্থ হবে নাটক ‘সূচনা। প্রয়াত অভিনয়শিল্পী মিতা চৌধুরী ও শাহীদুর রহমান স্মরণে আজ সন্ধ্যা ৭টায় মঞ্চায়ন হবে নাটকটির। ‘সূচনা’ রচনা করেছেন একুশে অভিনেতা আবুল হায়াত। নির্দেশনা দিচ্ছেন রহমত আলী।

নাটকটিতে একসময় নিয়মিত অভিনয় করতেন প্রয়াত অভিনেত্রী মিতা চৌধুরী। ‘সূচনা’ নাটকে এখন খুবই জনপ্রিয় লেখিকা চরিত্র রাশেদা চরিত্রে অভিনয় করছেন ওয়াহিদা মল্লিক জলি, বিখ্যাত গায়িকা সবিতা চরিত্রে চিত্রলেখা গুহ, ধনী গৃহিণী শেলী চরিত্রে ড. নাজনীন চুমকি ও প্রখ্যাত সমাজকর্মী চরিত্রে অভিনয় করবেন তাহমিনা সুলতানা মৌ। চারজনকেই ষাটোর্ধ্ব মহিলার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।

সূচনা ও সূচনায় অভিনয় প্রসঙ্গে ওয়াহিদা মল্লিক জলি বলেন, ‘আমাদের ভীষণ প্রিয় শিল্পী প্রয়াত মিতা চৌধুরী ও তার স্বামী শাহীদুর রহমানকে উৎসর্গ করে আজ মঞ্চস্থ হবে নাটক সূচনা।’

চিত্রলেখা গুহ বলেন, ‘আমরা প্রতি মুহূর্তেই মিতা আপাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। বিগত কয়েকদিনে বিশেষভাবে মিতা আপাকে মিস করেছি। নাটকটি উপভোগ করার জন্য দর্শককে অনুরোধ জানাচ্ছি।’

নাটকটি নিয়ে ড. নাজনীন চুমকি বলেন, ‘আমি ধনী গৃহিণী শেলী চরিত্রে অভিনয় করছি। এ চরিত্রেই অভিনয় করতেন মিতা আপা। আমার জন্য এ চরিত্রে অভিনয় করাটা ভীষণ চ্যালেঞ্জিং। এটা সত্যি যে মিতা আপার মতো শেলী চরিত্রটি ফুটিয়ে তোলা আমার জন্য অনেক কঠিন। তার পরও মিতা আপাকে উৎসর্গ করে শেলী চরিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা আমার অন্তর থেকেই।’

তাহমিনা সুলতানা মৌ বলেন, ‘সূচনা আমার মঞ্চ জীবনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ নাটক। আমি ছাড়া অন্য যে তিনজন শিল্পী অভিনয় করছেন তারা প্রত্যেকেই ভীষণ অভিজ্ঞ। তাদের সঙ্গে রিহার্সেলে অংশ নিয়ে আমি আমার চরিত্রটি যথাযথভাবে উপস্থাপনের চেষ্টা করছি। আশা করছি সূচনায় আমাদের উপস্থাপন দর্শকের ভালো লাগবে।’

এ দুই নাট্য ব্যক্তিত্বকে স্মরণ করা হচ্ছে দুই দিনব্যাপী অনুষ্ঠানের মাধ্যমে। সে আয়োজনে গতকাল মঞ্চস্থ হয়েছে ‘দ্য জু স্টোরি’।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন