সিনেমা মুক্তি পেলেও পারিশ্রমিক পাননি তারকারা

ফিচার ডেস্ক

ছবি: ভোগ ইন্ডিয়া

বলিউড প্রযোজক বসু ভগনানি, সম্প্রতি যাকে ঘিরে তৈরি হয়েছে নানা বিতর্ক। সিনেমা তৈরি ও কাস্টিং অভিনেতা-অভিনেত্রীদের সম্পূর্ণ অর্থ পরিশোধ না করার অভিযোগ উঠেছে বসুর বিরুদ্ধে। সব মিলিয়ে প্রযোজক বসুর প্রায় ২৫০ কোটি টাকার ঋণ আছে। 

তথ্যমতে, এ অর্থ পরিশোধ করতেই বসু তার মুম্বাইয়ের প্রযোজনা সংস্থা পূজা এন্টারটেনমেন্টের সাত তলা ভবনটি বিক্রি করে দিয়েছেন। এ প্রযোজনা সংস্থার যাত্রা শুরু হয়েছিল ১৯৮৬ সালে। তবে পাওনা পরিশোধ না করায় এরই মধ্যে বসুর বিরুদ্ধে অভিযোগ এনেছে এফডব্লিউআইসিই বা ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ়। সংস্থার সভাপতি বিএন তিওয়ারি এ বিষয়ে জানিয়েছেন, তিনটি ছবি ‘মিশন রানিগঞ্জ’, ‘গণপত’ ও ‘বড়ে মিঞা ছোটে মিঞা’ নির্মাণ বাবদ কলাকুশলীরা এখনো প্রযোজক বসুর থেকে ৬৫ লাখের বেশি টাকা পাওনা। সভাপতি আরো জানিয়েছেন, গত বছর মিশন রানিগঞ্জ ছবির পরিচালক টিনু দেসাই প্রযোজনা সংস্থার কাছে ৩৩ লাখ ১৩ হাজার টাকা পাওনা রয়েছে বলে একটি লিখিত অভিযোগপত্রও দিয়েছেন। 

এদিকে বসুর চলতি বছরের সিনেমা বড়ে মিঞা ছোটে মিঞায় অভিনয় করেছেন টাইগার শ্রফ ও সোনাক্ষী সিনহাও, সিনেমা মুক্তির দীর্ঘ সময় হয়ে গেলেও এখনো তারা পারিশ্রমিক পাননি। এক ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, টাইগার বড়ে মিঞা ছোটে মিঞা ছবির জন্য কোনো অর্থ পাননি, কিন্তু এত দিন চুপ ছিলেন তিনি। তবে শুধু টাইগার নন, এ ছবির সঙ্গে জড়িত অন্য কলাকুশলীরাও কোনো পারিশ্রমিক পাননি। টাইগার চান, প্রযোজনা সংস্থা শিগগির সব অর্থ পরিশোধ করুক। এছাড়া এ সিনেমায় অভিনয় করা আরো দুই শিল্পী মানুষী ছিল্লার ও আলয়া এফও তাদের পারিশ্রমিক পাননি বলেই জানিয়েছেন। এক অভিনেতা এ প্রসঙ্গে বলেছেন, ‘কেউ তাদের পারিশ্রমিক পাননি। অভিনেতারা সময়মতো নিজেদের কাজ শেষ করেছেন। কিন্তু একাধিকবার অনুরোধ করেও তারা কোনো পারিশ্রমিক পাননি।’

এফডব্লিউআইসিইর তরফ থেকে জানানো হয়েছে, গত ফেব্রুয়ারি থেকে একাধিক বার প্রযোজনা সংস্থাকে চিঠি দেয়া হয়েছে। কিন্তু তখন জ্যাকি ভগনানির (বসুর পুত্র) বিয়ের কথা উল্লেখ করে তারা টাকা মেটানোর তারিখ পিছিয়ে দেয়। তিওয়ারি বলেন, ‘ওরা নিজেরা বিলাসবহুল জীবনযাপন করছেন, এদিকে কারো টাকা মেটাচ্ছেন না। এটা ঠিক নয়।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন