পাবনায় ২ জনসহ সড়ক দুর্ঘটনায় নিহত ৮

বণিক বার্তা ডেস্ক

চট্টগ্রামের মিরসরাইয়ে গতকাল লরির ধাক্কায় যাত্রীবাহী একটি বাস উল্টে পড়ে ছবি: নিজস্ব আলোকচিত্রী

পাবনায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা ভাই-বোন নিহত হয়েছেন। এছাড়া ফরিদপুর, হবিগঞ্জ, ঢাকা, নওগাঁ, ব্রাহ্মণবাড়িয়া ও জয়পুরহাটে  সড়ক দুর্ঘটনায় আরো ছয়জনের প্রাণহানি হয়েছে। চট্টগ্রামের মিরসরাইয়ে লরির ধাক্কায় বাস খাদে পড়ে আহত হয়েছেন ১০ জন। গতকাল বিভিন্ন সময় ও আগের দিন রাতে এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে-

পাবনা: মামার জন্য পাত্রী দেখতে পাবনা শহরে যাচ্ছিলেন প্রদীপ হালদার (২৫) ও তার বোন শম্পা রানী (২৮)। তাদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশাটি গতকাল দুপুরে ঢাকা-পাবনা মহাসড়কের ধোপাঘাটায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এতে চালকসহ ছয়জন গুরুতর আহত হন।

ফরিদপুর: জেলায় দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। গতকাল সকালে নগরকান্দা উপজেলার চর যশোরদি ইউনিয়নের গজারিয়া বাসস্ট্যান্ড ও সদর উপজেলার পূর্ব গঙ্গাবর্দিতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মধুখালী উপজেলার গাড়াখোলা গ্রামের উজ্জ্বল দত্ত (৪৫) এবং স্বাধীন পরিবহনের সুপারভাইজার মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বড় পাউলদিয়া গ্রামের রাজন ব্যাপারী (৪২)।

হবিগঞ্জ: শায়েস্তাগঞ্জে ট্রাকচাপায় নিহত হয়েছেন রবিউল হক (২৫) নামে হাইওয়ে থানার এক পুলিশ কনস্টেবল। গতকাল ভোরে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। রবিউল হক চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আলমপুর গ্রামের ছায়দুল হকের ছেলে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি তৈমুর ইসলাম বিষয়টি নিশ্চিত করছেন।

ঢাকা: রাজধানীর বাড্ডায় লরিচাপায় আরাফাত হোসেন (৩৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল রাত ১১টার দিকে বাড্ডার ফুজি টাওয়ারের সামনের ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় লরিচালককে আটক করেছে পুলিশ। নিহত আরাফাত নড়াইল সদর উপজেলার বাহিরগাঁও গ্রামের আব্দুর রব শিকদারের ছেলে। 

নওগাঁ: জেলার মান্দায় ভটভটির ধাক্কায় আব্দুল কাদের (৪৮) নামে একজন নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের মোহাম্মদপুর সাইনবোর্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আব্দুল কাদের নিয়ামতপুর উপজেলার পাড়ইল ইউনিয়নের চকপাহাড় গ্রামের রবিউল্লাহ সরদারের ছেলে এবং পাড়ইল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া: সরাইলে কাভার্ড ভ্যানের ধাক্কায় জাহাঙ্গীর মিয়া (২৪) নামে এক পথচারী নিহত হয়েছেন। গতকাল বিকালে উপজেলার পূর্ব কুট্টাপাড়া গ্রামে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। জাহাঙ্গীর মিয়া বিজয়নগর উপজেলার ইসলামপুর শশই এলাকার সামছু মিয়ার ছেলে।

মিরসরাই: চট্টগ্রামের মিরসরাইয়ে লরির ধাক্কায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে ১০ জন আহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

জয়পুরহাট: জেলার কালাইয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় সামছুদ্দিন (৬০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার পুনট বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। ওই ব্যবসায়ী উপজেলার পুনট ইউনিয়নের জগডুম্বর এলাকার মৃত ছবেদ আলীর ছেলে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন