দেশের ৯ স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ১১

বণিক বার্তা ডেস্ক

নরসিংদীর রায়পুরায় গতকাল কাভার্ড ভ্যান-পিকআপ ও লেগুনার ত্রিমুখী সংঘর্ষ হয় ছবি: নিজস্ব আলোকচিত্রী

দেশের নয় স্থানে সড়ক দুর্ঘটনায় ১১ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। গতকাল বিভিন্ন সময় ও আগের দিন রাতে রাজধানীর কালশী ও খিলক্ষেত, চট্টগ্রাম, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, বরগুনা এবং ফরিদপুরে এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

ঢাকা: রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে রাজধানীর কালশী ও খিলক্ষেতে এসব দুর্ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, কালশী সুমাত্রা ফিলিং স্টেশন এলাকায় ট্রাকের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত হয়েছেন। তারা হলেন—মো. রাহুল (২১) ও রাফি (১৬)। রাত ১২টার দিকে রাহুল ও রাফি মোটরসাইকেল করে কালশী যাচ্ছিলেন। সুমাত্রা ফিলিং স্টেশনের কাছে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে দুই ভাই ছিটকে পড়ে গুরুতর আহত হন। প্রথমে তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে রাত ১টার দিকে রাহুলের মৃত্যু হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে রাফিরও মৃত্যু হয়। 

এছাড়া খিলক্ষেত থানার নিকুঞ্জে চালক নিয়ন্ত্রণ হারালে একটি পিকআপভ্যান সড়ক বিভাজকে ধাক্কা লেগে উল্টে যায়। এ সময় মো. আলফাজ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন। গত বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন খিলক্ষেত থানার এসআই হাফিজুর রহমান। আলফাজের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায়। তার বাবার নাম আবদুল বারেক। রাজধানীর মিরপুর ১২ নম্বর সেকশনে থাকতেন আলফাজ।

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় মুস্তাকিন (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল সকাল ৭টার দিকে রাজাখালীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুস্তাকিন কর্ণফুলী থানার শিকলবাহার দকুল হাজিবাড়ীর নূর মোহাম্মদের ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, গুরুতর আহত অবস্থায় মুস্তাকিনকে চমেক হাসপাতালে নিয়ে আসা হয়। জরুরি বিভাগে চিকিৎসা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে স্বজনের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

ময়মনসিংহ: নান্দাইলে উল্টে যাওয়া ট্রাক্টরের নিচে চাপা পড়ে চালক মো. সুজন মিয়া (৩৮) নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চর বেতাগৈর ইউনিয়নের চর উত্তরবন বেড়িবাঁধ রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুজন মিয়া ওই গ্রামের আবুল কাশেমের ছেলে। নান্দাইল মডেল থানার ওসি বিষয়টি নিশ্চত করেছেন।

নেত্রকোনা: জেলায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা খাদে পড়ে সুজন বর্মণ (৪০) নামে ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রীসহ আহত হয়েছেন আরো তিনজন। গতকাল সকালে নেত্রকোনা শহরের রাজুর বাজার শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের সামনে ট্রাককে ওভারটেক করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধলা গ্রামের বরেন্দ্র চন্দ্র বর্মণের ছেলে। তিনি মোহনগঞ্জে বোন জামাইয়ের স্বর্ণের দোকানে কারিগরের কাজ করতেন। স্ত্রীকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় শ্বশুরবাড়ি কিশোরগঞ্জে যাচ্ছিলেন তিনি।

কিশোরগঞ্জ: বাজিতপুরে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা আরো দুজন। উপজেলার পৈলেনপুর মরাখলায় গতকাল সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. ইয়াসিন হাসান (১৮) গাজীপুরের কাপাসিয়া উপজেলার উত্তরখান গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বাজিতপুর থানার ওসি মুর্শেদ জামান।

নরসিংদী: রায়পুরায় কাভার্ড ভ্যান-পিকআপ ও লেগুনার ত্রিমুখী সংঘর্ষে বাচ্চু মিয়া (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন পিকআপ চালকের সহকারী ফয়সাল (২৩)। গতকাল দুপুর দেড়টায় উপজেলার মাহমুদাবাদের নামাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। বাচ্চু মিয়া পিকআপচালক ছিলেন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার নয়নপুর গ্রামের বাসিন্দা।

ভৈরব হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পিকআপের সংঘর্ষ হয়। একই সময় পেছনে থাকা যাত্রীবাহী লেগুনা কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এ সময় তিনটি যানবাহন দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই পিকআপ চালক মারা যান।

ভৈরব হাইওয়ে থানার সার্জেন্ট সাকের আহমেদ জানান, দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে পিকআপে চাপা পড়া চালকের মরদেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো জব্দ করা হয়েছে।

রাজবাড়ী: সদর উপজেলার চন্দনী ইউনিয়নের তালতলায় ব্যাটারিচালিত অটোরিকশাচাপায় আলিফ (১০) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলিফ চন্দনী ইউনিয়নের হরিণধরা গ্রামের মো. হাফিজের ছেলে। রাজবাড়ী সদর থানার ওসি মো. ইফতেখায়রুল আলম প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন।

বরগুনা: আমতলী-পটুয়াখালী মহাসড়কের মহিষকাটায় বাসচাপায় মঞ্জু খান (৪৮) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। মঞ্জু খান পটুয়াখালীর হেতালিয়া বাজারে মাছের ব্যবসা করতেন। 

ফরিদপুর: জেলার মধুখালীতে পিকআপের ধাক্কায় মো. বাদশা (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল সকালে মধুখালী-বালিয়াকান্দি আঞ্চলিক সড়কের বিড়ালদহে এ দুর্ঘটনা ঘটে। বাদশা উপজেলার খোদাবাসপুর গ্রামের নিজাম শেখের ছেলে। তিনি রাঙ্গামাটির নাইক্ষ্যংছড়ি বিজিবিতে কর্মরত ছিলেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন