ফাউন্ডারস ইনসাইট প্যানেল আলোচনা

চালডাল ও সক্রিয়তে বিভিসিএলের আড়াই কোটি টাকা বিনিয়োগ

নিজস্ব প্রতিবেদক

ছবি : সংগৃহীত

চালডাল লিমিটেড ও সক্রিয় টেকনোলজিস লিমিটেডে মোট আড়াই কোটি টাকা বিনিয়োগ করেছে বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেড (বিভিসিএল)। সম্প্রতি রাজধানীর ড্যাফোডিল প্লাজার ৭১ অডিটোরিয়ামে ‘ফাউন্ডারস ইনসাইট’ শীর্ষক প্যানেল আলোচনায় এ তথ্য জানান বিভিসিএল ও ড্যাফোডিল ফ্যামিলির চেয়ারম্যান ড. মো. সবুর খান। 

চালডাল.কম বাংলাদেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্লাটফর্ম, যা নিত্যপণ্য সরবরাহ শিল্পে বিপ্লব ঘটিয়েছে। ২০১৪ সালে প্রতিষ্ঠিত চালডাল গ্রাহকদের অনলাইন শপিং অভিজ্ঞতা প্রদান করে, যেখানে ১০ হাজারের বেশি পণ্য প্রতিযোগিতামূলক দামে বিক্রি ও দ্রুত ডেলিভারি সেবা নিশ্চিত করা হয়। 

অন্যদিকে সক্রিয় টেকনোলজিস লিমিটেড একটি স্যাস প্লাটফর্ম, যা মূলত ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্ট সিস্টেম (ডিএমএস)। ২৪টি ইন্ডাস্ট্রি ক্যাটাগরিতে প্রতিষ্ঠানটির ৪০-এর বেশি গ্রাহক রয়েছে। 

ফাউন্ডারস ইনসাইট প্যানেল আলোচনায় আরো উপস্থিত ছিলেন চালডাল লিমিটেডের প্রতিষ্ঠাতা ও সিইও ওয়াসিম আলিম, ব্রেনস্টেশন ২৩ পিএলসির প্রতিষ্ঠাতা ও সিইও রাইসুল কবির এবং সক্রিয় টেকনোলজিস লিমিটেডের প্রতিষ্ঠাতা ও সিইও মো. মুবির মাহবুব চৌধুরী। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন