টেকসই ডেইরি ভ্যালু চেইন প্রকল্পে ডেনমার্কের অর্থায়ন

ছবি : বিজ্ঞপ্তি থেকে

‘গ্রিন ডেইরি পার্টনারশিপ ইন বাংলাদেশ-ক্রিয়েটিং আ সাসটেইনেবল অ্যান্ড প্রডাক্টিভ ডেইরি ভ্যালু চেইন ইন সাউথওয়েস্ট বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পে প্রায় ২৫ দশমিক ৪ কোটি টাকা অর্থায়ন করেছে ডেনমার্কের ডানিডা গ্রিন বিজনেস পার্টনারশিপ (ডিজিবিপি)। সম্প্রতি ঢাকায় এ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দর, প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি ডা. মোহাম্মদ রেয়াজুল হক এবং ডেনমার্ক দূতাবাসের হেড অব ট্রেড অ্যান্ড ডানিডা বিজনেস আলী মুশতাক বাট। এ সময় বক্তব্য রাখেন প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী, আরলা ফুডসের হেড অব ইন্টারন্যাশনাল সাসটেইনেবিলিটি আইরিন কুইস্ট মর্টেনসেন ও সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার কান্ট্রি ম্যানেজার সেলিম রেজা হাসান।-বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন