ফাইন্যান্স এশিয়া অ্যাওয়ার্ড পেল ইউসিবি ইনভেস্টমেন্ট

ছবি : সংগৃহীত

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির অঙ্গপ্রতিষ্ঠান ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড ফাইন্যান্স এশিয়া অ্যাওয়ার্ডসে দেশের সেরা ইনভেস্টমেন্ট ব্যাংক হিসেবে পুরস্কৃত হয়েছে। ফাইন্যান্স এশিয়া অ্যাওয়ার্ডস এশিয়াজুড়ে আর্থিক প্রতিষ্ঠানগুলোর সেবার শ্রেষ্ঠত্বকে স্বীকৃতি দিয়ে থাকে।

ইউসিবি ইনভেস্টমেন্টের এ সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে প্রতিষ্ঠানটির এমডি ও সিইও তানজিম আলমগীর বলেন, ‘টানা দ্বিতীয়বারের মতো এ স্বীকৃতি আমাদের কর্মীদের ধারাবাহিক পরিশ্রম এবং একান্ত প্রচেষ্টার প্রতিফলন। আমাদের প্রতি অবিচল আস্থার জন্য গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা এ ধারাবাহিকতা বজায় রাখার প্রচেষ্টা অব্যাহত রাখব এবং বাংলাদেশের আর্থিক বাজারের বিকাশ ও উন্নয়নে অবদান রাখব।’—বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন