‘পৃথিবীতে স্বর্গের সুখ যেন মায়ের হাসিতেই’

ফিচার প্রতিবেদক

ছবি: অপূর্বর ফেসবুক

মায়ের স্থান সবার জীবনেই অনেক ওপরে। সম্প্রতি নিজের মাকে নিয়ে কিছু কথা বললেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। আজ তার জন্মদিন। সে উপলক্ষে নানা কথার মাঝেই মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এ অভিনেতা। তিনি বলেন, ‘মাকে ঠিক কতটা ভালোবাসি, এটা কখনই ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। সেই ছোট্টবেলা থেকে মায়ের আদরে আদরে বেড়ে উঠেছি। হয়তো একটা সময় বাবা-মায়ের দায়িত্বও কাঁধে নিয়েছি। কিন্তু ঠিকমতো কি দায়িত্ব পালন করতে পেরেছি? অনেক ভুল হয়েছে, বাবা-মা বলেই হয়তো তারা ক্ষমাও করে দিয়েছেন। কিন্তু বাবা-মা আমার জন্য, আমাদের জন্য যতটুকু করেছেন, ততটুকু কি করতে পেরেছি বা পারছি? হয়তোবা না। নিজেকে সান্ত্বনা দেয়ার ভাষা নেই। কারণ কয়েক বছর আগে আব্বুকে হারিয়েছি। মনের মতো করে তার জন্য কিছুই করতে পারিনি।’

আজ অপূর্বর একমাত্র ছেলে আয়াশেরও জন্মদিন। তাই এ উপলক্ষে কোনো শুটিং রাখেননি তিনি। পরিবারের সঙ্গেই কাটাবেন আজকের সারা দিন। নানা প্রসঙ্গে আবারো মায়ের কথা বলেন অপূর্ব। বলেন, ‘এখন আমার মাথার ওপর আশীর্বাদের ছায়া হয়ে আছেন আমার মা। তার জন্যও হয়তো কিছুই করতে পারছি না। কিন্তু ভীষণ ভীষণ ভালোবাসি আম্মুকে। আমার প্রতিটি নিশ্বাসের সঙ্গে আম্মুর ভালোবাসা আমি টের পাই। আমার সঙ্গে যে আম্মুর দোয়া আছে, তাও আমি অনুভব করি। কারণ আমার বিপদ-আপদ কেটে যায় আল্লাহর অশেষ রহমতে আর আম্মুর দোয়ায়। আম্মুই আমার পৃথিবী। শত ব্যস্ততা শেষে অনেক কষ্টে যখন বাসায় ফিরে আম্মুর মায়াভরা মুখটা দেখি, তখন মনটা ভরে উঠে সুখে। পৃথিবীতে স্বর্গের সুখ যেন মায়ের হাসিতেই। তাই মমতায় ভরা আমার আম্মুর সঙ্গেই জন্মদিনটা কাটাব। মায়ের ভালোবাসা আর দোয়ায় ভরা থাকুক পৃথিবীতে আমার আগমনের এ দিন।’ 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন