‘‌দর্শক তার পছন্দের গল্প খুঁজে নেয়’

ফিচার ডেস্ক

ছবি: আদা শর্মার ফেসবুক

ভারতীয় অভিনেত্রী আদা শর্মা। ক্যারিয়ার শুরু করেছিলেন বেশ আগেই, তবে সম্প্রতি বেশ পরিচিতি পেয়েছেন দুটো সিনেমার কারণে। একটি হলো ‘কেরালা স্টোরি’ ও অন্যটি ‘বস্তার’। দুটি সিনেমা নিয়েই আছে নানা রকম বিতর্ক। বলিউড ও দক্ষিণ ভারতীয় বেশকিছু সিনেমা করেও আদা যে পরিচিতি পাননি, এখান থেকে তা পেয়েছেন। এসব নিয়েই সম্প্রতি তার কথা হয়েছে ভারতের বিনোদন গণমাধ্যম ইয়নের সঙ্গে। তিনি জানান, সিনেমা নিয়ে এত কথা হবে তা নিজে চিন্তা করেননি।

কেরালা স্টোরি বা বস্তার নিয়ে অনেক কথা হবে ভাবেননি আদা। এ নিয়ে তিনি বলেন, ‘একটা সিনেমা ভালো করলে তা নিয়ে কথা হওয়া স্বাভাবিক। এতে অভিনেত্রীরও ভালো লাগে। কিন্তু আমি আগে থেকে আন্দাজ করতে পারিনি কেরালা স্টোরি নিয়ে এ রকম কথা হবে। আমার মনে হয়েছিল, সিনেমার উৎসবের জন্য ছোট একটা সিনেমা বানাচ্ছি।’

আদা নানা ধরনের সিনেমায় অভিনয় করেছেন। ‘অভিষেক’ থেকে ‘বস্তার’ পর্যন্ত তিনি নির্দিষ্ট কোনো জনরা ধরে এগোননি। এ নিয়ে প্রশ্নের উত্তরে বলেন, ‘আমি আসলে সৌভাগ্যবান যে দর্শক আমাকে নানা চরিত্রে পছন্দ করে। এছাড়া নির্মাতাদের কাছেও কৃতজ্ঞতা যে তারা এ কাজগুলো করার সুযোগ আমাকে দিয়েছেন। কেরালা স্টোরিতে আমি একজন সাধারণ অত্যাচারিতের চরিত্রে আবার বস্তারে অভিনয় করেছি একজন সৈনিকের চরিত্রে।’

কিন্তু কোনো না কোনোভাবে এ দুই সিনেমা আদার নামের সঙ্গে এত বেশি যুক্ত যে তাকে নির্দিষ্ট ধারায় ফেলে দেয়া হতে পারে। এ নিয়ে ভীত কিনা জানতে চাইলে অভিনেত্রী বলেন, ‘আমার মনে হয়, দর্শক অনেক বুদ্ধিমান ও বিবেচক। তারা আমাকে কেরালা স্টোরিতে দেখার পাশাপাশি ‘কমান্ডো’ ও ‘সানফ্লাওয়ার’ সিরিজের দ্বিতীয় সিজনে দেখেছেন। দুটোই বেশ প্রশংসা পেয়েছে। আর দুটো ভিন্ন জনরার কাজ ছিল। তারা তো আমাকে বাতিল করেনি। একটা সিনেমা নিষিদ্ধ হলে তা নিয়ে বেশি কথা হয়, কিন্তু দর্শক তার পছন্দের গল্প খুঁজে নেয়।’

নিজেকে পাঁচ বছর পর কোথায় দেখতে চান এমন প্রশ্নের উত্তরে আদা মজা করে বলেন, ‘চোখের পাওয়ার ঠিকঠাক আছে কিন্তু আমি এত দূর পর্যন্ত দেখতে পারি না। যেখানে আছি সেখানেই ভালো কাজ করে যেতে চাই।’ তবে রোমান্টিক ও পিরিয়ড ড্রামায় আগ্রহ প্রকাশ করেছেন আদা।

সূত্র: ইয়ন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন