কল্কিতে অভিনয় করা নিয়ে দ্বিধা ছিল কমল হাসানের

ফিচার ডেস্ক

ছবি: হিন্দুস্তান টাইমস

আগামীকাল মুক্তি পাচ্ছে নাগ অশ্বিনের ‘কল্কি ২৮৯৮ এডি’। সায়েন্স ফিকশনের সঙ্গে ডিস্টোপিয়া মিলিয়ে সিনেমাটির গল্প। এতে অভিনয় করছেন অমিতাভ বচ্চন, কমল হাসান, প্রভাস, দীপিকা পাড়ুকোন, রানা দাগুবতী ও শাশ্বত চট্টোপাধ্যায়। সিনেমাটি এরই মধ্যে প্রথম দিনে প্রায় ২০০ কোটি রুপি আয় করবে বলে মনে করছেন ভারতের বক্স অফিস বিশেষজ্ঞরা। কিন্তু সে সিনেমায়ই যুক্ত হতে অনেকদিন সময় নিয়েছিলেন কমল হাসান। প্রায় এক বছর সময় নিয়ে তিনি সিনেমায় যুক্ত হতে রাজি হন। সম্প্রতি এর একটি প্রি-রিলিজ ইভেন্টে এ নিয়ে কথা বলেছেন কমল হাসান।

কল্কিতে নিজের যুক্ত হওয়া নিয়ে কমল বলেন, ‘আমি একটু দ্বিধায় ছিলাম। বারবার মনে হয়েছিল চরিত্রটা কেন করব? কী আছে এখানে?’ সেখানে উপস্থিত ছিলেন প্রভাস ও অমিতাভ বচ্চনও। অমিতাভের দিকে ইঙ্গিত করে কমল হাসান বলেন, ‘এ ধরনের অনেক চরিত্র তিনি করেছেন। আমি একদম করিনি তা নয়। কিন্তু এবারের চরিত্রটা পুরোপুরিই আলাদা।’

আলোচনার মধ্যে প্রভাস নিজেও বলেন, ‘‌তিনি কমল হাসানের কাস্টিং নিয়ে সন্দিহান ছিলেন। এ সিনেমায় ইয়াসকিন নামের চরিত্রটিতে অভিনয় করেছেন কমল হাসান। সিনেমার প্রধান খল চরিত্র। এজন্য বেশ পরিশ্রম করতে হয়েছে তাকে। তাকে নিতে হয়েছে ভারী মেকআপ। সব মিলিয়ে চরিত্রের ধরন অনুযায়ী যা করতে হবে, তা করতে পারবেন কিনা এ নিয়ে সন্দেহে ছিলেন তিনি।’ 

প্রভাস নিজে এ নিয়ে বলেন, ‘আমার মনে হচ্ছিল, তাকে বারবার কেন এ নিয়ে চাপ দেয়া হবে? বিষয়টা কমল হাসানের জন্য এক ধরনের অত্যাচার হয়ে না দাঁড়ায়!’ এর বিপরীতে কমল হাসান বলেন, ‘আমার আসলে অত্যাচার বা কোনো চাপ মনে হয়নি। বরং নিজেকে নিয়েই কাজ করেছে এক ধরনের দ্বিধা। সে কারণেই সময় নিয়েছি।’

অ্যাপোক্যালিপটিক ওয়ার্ল্ড নিয়ে এর আগে ভারতে পূর্ণাঙ্গ কোনো সিনেমা নির্মাণ হয়নি। সেখানে ইয়াসকিন চরিত্রটি দর্শকের কাছে একদমই আলাদা হবে। এতে কমল হাসানকে দর্শক কেমন গ্রহণ করবেন এ নিয়ে দ্বিধা করা একজন অভিনেতার জন্য আসলেই চিন্তার বিষয়। তবে এর আগে ‘দশাবতার’ সিনেমায় কমল বিচিত্র ১০ চরিত্রে অভিনয় করেছেন। কল্কির প্রযোজকরাও কমল হাসানকেই চাইছিলেন এ সিনেমায়।

কল্কির প্রাথমিক প্রতিক্রিয়া বেশ ভালো। এছাড়া সিনেমাটি নিয়ে যথেষ্ট প্রচারণাও করেছেন এর নির্মাতারা। পাশাপাশি নিয়মিত নানা অনুষ্ঠান ও ক্যাম্পেইনের মাধ্যমে এর প্রচার চালানো হচ্ছে। সব মিলিয়ে এখন পর্যন্ত এ সিনেমা নিয়ে দর্শকের আগ্রহ বেশ দেখা যাচ্ছে। সিনেমাটির মধ্য দিয়ে প্রভাসের প্রত্যাবর্তন হবে এমনটাও আশা করছেন অনেকে। তবে কমল হাসান সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র হবেন তাতে সন্দেহ নেই।

সূত্র : হিন্দুস্তান টাইমস

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন