ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে আলকারাজ

ক্রীড়া ডেস্ক

ছবি: এপি

প্রথমবারের মতো ফ্রেঞ্চ ওপেন জয়ের কাছাকাছি পৌঁছে গেলেন স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজ। র‍্যাংকিংয়ের এক নম্বরে উঠতে যাওয়া ইতালির ইয়ান্নিক সিনারকে আজ শুক্রবার প্রথম সেমিফাইনালে ২-৬, ৬-৩, ৩-৬, ৬-৪, ৬-৩ গেমের রুদ্ধশ্বাস লড়াইয়ে হারিয়ে ফাইনালে উঠেছেন তিনি।

 

দুই দুইবার ম্যাচ পয়েন্টের কাছাকাছি গিয়েও ব্যর্থ হন আলকারাজ। অবশেষে তৃতীয় চেষ্টায় তিনি সফল হন।

 

দ্বিতীয় বাছাই সিনার তৃতীয় সেটে কুঁচকির চোটে ভুগছিলেন। এরপর থেকে ম্যাচে আধিপত্য করেন আলকারাজ। তার সামনে এখন তৃতীয় গ্র্যান্ডস্লাম শিরোপার হাতছানি। ২০২২ সালে ইউএস ওপেন ও গত বছর উইম্বলডন জয় করেন ২০ বছর বয়সী তারকা।

 

আজ আরেক সেমিফাইনালে মুখোমুখি হন জার্মানির আলেক্সান্ডার জেরেভ ও নরওয়ের ক্যাসপার রুড। দুজনই প্রথম গ্র্যান্ডস্লামের খোঁজে খেলছেন। রোববার ছেলেদের এককে ফাইনাল। এবার চ্যাম্পিয়ন খেলোয়াড় পাবেন ২৪ লাখ ইউরো।

 

এদিকে, শনিবার মেয়েদের সেমিফাইনালে মুখোমুখি হবেন পোল্যান্ডের ইগা সিয়ানতেক ও ইতালির জেসমিন পাওলিনি। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন