ইউক্রেনকে ৬টি ট্যাংক পাঠাল স্পেন, হস্তান্তরের অপেক্ষায় আরো ৪

বণিক বার্তা অনলাইন

পলিটিকোর ছবি।

ইউক্রেনকে ছয়টি লেপার্ড টু ট্যাংকের একটি বহর পাঠিয়েছে স্পেন। পলিটিকোর খবর জানায়, ইউক্রেনকে মোট দশটি লেপার্ড টু ট্যাংক দেবে স্পেন। তারই ধারাবাহিকতায় প্রথম দফায় ছয়টি ট্যাংক পাঠাল তারা।

ট্যাংকের সঙ্গে আপাতত আরো ২০টি সাজোয়া যানও পাঠিয়েছে স্পেন। শুরুতে এসব সামরিক যান পৌঁছাবে পোল্যান্ড। সেখান থেকেই সরাসরি যাবে ইউক্রেন।

প্রসঙ্গত, এ মাসের শুরুতেরই স্প্যানিশ প্রতিরক্ষামন্ত্রী মার্গারিতা রোবেলস ইউক্রেনকে দশটি লেপার্ড টু ট্যাংক পাঠানোর প্রতিশ্রুতি দেন। বাকি ৪টি ট্যাংকের সংস্কার চলছে। তৈরি হলে সেগুলোও পাঠিয়ে দেয়া হবে। পাঠানোর অপেক্ষায় থাকা ট্যাংকগুলো সংস্কারে কর্মী ও মেকানিকদের কাজে লাগিয়ে দিয়েছে তারা।

এদিকে, জার্মানি, পোল্যান্ড, পর্তুগালসহ ন্যাটোভুক্ত আরো কয়েকটি দেশ লেপার্ড টু ট্যাংক দেবে ইউক্রেনকে। রাশিয়ার বিরুদ্ধে লড়তে দেশগুলো তাদের ৪৮টি ট্যাংক পাঠানোর প্রস্তুতি দিয়েছে। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন