সিলেটে দুদিনে ১০০ মিলিমিটার বৃষ্টি ঝরেছে

বণিক বার্তা প্রতিনিধি, সিলেট

ছবি : সংগৃহীত

সারা দেশে তাপপ্রবাহ বিরাজ করলেও সিলেটে মাঝেমধ্যেই বৃষ্টি হচ্ছে। গত শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত নগরীতে ৮৪ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া শনিবার সন্ধ্যা ৬টা থেকে গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ১৬ মিলিমিটার। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

সিলেটের আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন জানান, ভৌগোলিক দিক থেকে সিলেটের অবস্থান ভালো। জেলার তিনদিকে পাহাড় আর একদিকে হাওর। অন্যদিকে চা-বাগান ও টিলা। প্রতিটি বাসাবাড়িতেই আছে গাছপালা। যে কারণে শীতল আবহাওয়া আর বৃষ্টি এখানে নিয়মিত।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন