ইউক্রেনে পৌঁছেছেন ব্লিংকেন

বণিক বার্তা অনলাইন

ছবি : রয়টার্স

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন ইউক্রেনের কিয়েভে পৌঁছেছেন। মঙ্গলবার (১৪ মে) রাশিয়ার হামলার মধ্যেই তিনি দেশটিতে যুক্তরাষ্ট্রের সংহতি জানাতে গেছেন। খবর রয়টার্স।

গত মাসে কংগ্রেসে ৬১ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা অনুমোদনের পর এটি যুক্তরাষ্ট্রের কোনো শীর্ষস্থানীয় কর্মকর্তার প্রথম ইউক্রেন সফর।

এমন সময়ে তিনি ইউক্রেনে ভ্রমণ করছেন, যখন ইউক্রেন উত্তরপূর্ব সীমান্তে রাশিয়ার তীব্র বোমা হামলা থেকে রেহাই পেতে লড়াই করছে।

ব্লিংকেন ট্রেনে করে মঙ্গলবার ভোরেই ইউক্রেনের কিয়েভে পৌঁছান। তিনি আশা করছেন, তার এ উপস্থিতি ইউক্রেনবাসীকে দৃঢ় আশ্বাস দেবে যারা খুবই কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রতিবেদকদের এ তথ্য জানিয়েছেন।

 


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন