রাফায় ইসরায়েলি বিমান হামলায় ১৩ ফিলিস্তিনি নিহত

বণিক বার্তা অনলাইন

ছবি : রয়টার্স

গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে তিনটি ভবনে ইসরায়েলি বিমান হামলায় ১৩ জন নিহত এবং অনেকে আহত হয়েছেন। সোমবার (২৯ এপ্রিল) স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানা গেছে। খবর রয়টার্স।

তবে হামাসের মিডিয়া আউটলেট নিহতের সংখ্যা ১৫ বলে জানিয়েছে।

অন্যদিকে গাজা শহরের উত্তরে ইসরায়েলি বিমান দুটো ভবনে হামলা চালায়। সেখানে বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছে।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েল বোমা হামলা শুরুর পর রাফায় ১০ লাখেরও বেশি মানুষ এসে আশ্রয় নেয়। এদিকে মিসর ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনার জন্য হামাসের নেতাদের আমন্ত্রণ জানানোর সময় এ হামলার ঘটনা ঘটল।

ইসরায়েলের তথ্যমতে, ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালিয়ে ১২০০ জনকে হত্যা ও ২৫৩ জনকে জিম্মি করে নিয়ে আসার পরই যুদ্ধের সূচনা হয়। এ ঘটনার পর ইসরায়েল হামাসকে নির্মূলের অঙ্গীকার করে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত ইসরায়েলের সামরিক অভিযানে ৩৪ হাজারের বেশি ফিলিস্তিনি মারা গেছেন। তাদের মধ্যে গত ২৪ ঘণ্টায়ই ৬৬ জন মারা যান।

এ যুদ্ধের ফলে ফিলিস্তিনের ২৩ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।  

 

 

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন