ছাগলের জন্য এক ঘণ্টা যান চলাচল বন্ধ ইংল্যান্ডে

বণিক বার্তা অনলাইন

ছবি: টেলিগ্রাফ

তিনটি ছাগলের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায় ইংল্যান্ডের গ্লুচেস্টারশায়ারের ব্যস্ততম একটি সড়কে। গতকাল সোমবার দুপুরের দিকে কাছাকাছি ক্ষেত থেকে তিনটি ছাগল গাড়ি চলাচল করে এমন রাস্তার দিকে দৌড়ে চলে আসে। খবর দ্য টেলিগ্রাফ।

পুলিশ অফিসাররা স্ট্রউডের কাছে ১২ ও ১৩ জংশনের মধ্যে ছাগলগুলোকে ধরার চেষ্টা করে।  এর কারণে প্রায় ১  ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

ন্যাশনাল হাইওয়ে ও গ্লুচেস্টারশায়ার পুলিশ দুপুর ১টা ১৪ মিনিটে এম ফাইভের অংশটি বন্ধ করে দেয় এবং দুপুর ২টা ১৩ মিনিটের দিকে রাস্তাটি আবার গাড়ি চলাচলের জন্য খোলা হয়।

ট্রাফিক পুলিশ ছাগলগুলোকে নিরাপদে নিয়ে যাওয়ার চেষ্টা করে। চালকরা ছাগল দেখার জন্য তাদের যানবাহন থেকে বেরিয়ে আসেন।

ন্যাশনাল হাইওয়ের একজন মুখপাত্র সোশ্যাল মিডিয়ায় বলেছেন, ‘আমাদের ট্রাফিক অফিসাররা মোটরওয়েতে উঠে আসা তিনটি ছাগলকে নিরাপদ স্থানে নিতে কাজ করছেন।’

আরেকটি এজেন্সি জানায়, ‘এখন পর্যন্ত দুটি ছাগলকে সুরক্ষিত করা হয়েছে। কর্মকর্তারা শেষ ছাগলটি ধরার চেষ্টা করছেন।’

দেশটির জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ জানায়, ‘রাস্তায় চলে আসা ছাগলগুলোকে সুরক্ষিত করা হয়েছে এবং মোটরওয়ে থেকে দূরে একটি জায়গায় নিয়ে যাওয়া হয়েছে৷’ 

স্বাভাবিকের চেয়ে দীর্ঘ যাত্রাবিরতি হওয়া সত্ত্বেও ক্যারেজওয়েতে ছাগলের উপস্থিতি অনেক চালকের মুখে হাসি এনেছিল।

এক স্থানীয় বাসিন্দা বলেছেন, ‘আমি এমফাইভের ঠিক পাশেই থাকি এবং সেখানে হট্টগোল শোনা যাচ্ছিল, তাই আমি কী ঘটছে তা দেখার জন্য রাস্তার দিকে তাকালাম এবং সেখানে দেখলাম ছাগল পালিয়ে গেছে। তিনটি ছাগলের জন্য ওই সমস্ত সাইরেন।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন