গাজায় যুদ্ধের প্রতিবাদ

যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থী আটক

বণিক বার্তা অনলাইন

ছবি : রয়টার্স

গাজায় যুদ্ধবিরতি চেয়ে বিক্ষোভ করায় যুক্তরাষ্ট্রে কয়েকশ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে আটক করা হয়েছে। খবর আল জাজিরা।

শনিবার (২৭ এপ্রিল) পুলিশ পুর্ণ শক্তি নিয়ে কলেজ ক্যাম্পাসগুলোয় অবস্থান করছিল। এ সময় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে রাসায়নিক পদার্থ ও টেসার ব্যবহার করা হয়।

পুলিশ বোস্টনে অবস্থিত নর্থ ইস্টার্ন বিশ্ববিদ্যালয় থেকে ১০০ জনকে আটক করেছে। ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয় থেকে ২৩ জনকে আটক করা হয়েছে। আরিজোনা স্টেট বিশ্ববিদ্যালয়ে ৬৯, সেন্ট লুইসে অবস্থিত ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে কমপক্ষে ৮০ জনকে আটক করেছে পুলিশ।

এক সপ্তাহ আগে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে ১০০ জনের বেশি ফিলিস্তিন সমর্থককে আটক করা হয়েছিল।

গত ১০ দিনে এভাবেই কয়েকশ শিক্ষার্থীকে আটক, সাময়িক বরখাস্ত এমনকি বহিষ্কারের ঘটনাও ঘটেছে।

উদ্ভূত পরিস্থিতিতে কয়েকটি বিশ্ববিদ্যালয় তাদের স্নাতক সমাপনী অনুষ্ঠান বাতিল করেছে।    

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন