সংগীতজ্ঞদের নিয়ে বিটিভিতে ‘অংশীজন সভা’

ফিচার প্রতিবেদক

ছবি: বিটিভি

২৭ এপ্রিল বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) উদ্যোগে ঢাকা কেন্দ্রের সভাকক্ষে সুশাসন প্রতিষ্ঠান নিমিত্ত অংশীজনের অংশগ্রহণে এক অংশীজন সভার আয়োজন করা হয়। সভায় আলোচনার বিষয়বস্তু ছিলবাংলাদেশের সংগীত: ঐতিহ্য সমকালীন চর্চা অংশীজন সভায় অংশ নিয়েছিলেন দেশের প্রখ্যাত সংগীতশিল্পীদের পাশাপাশি, সংগীত পরিচালক, গীতিকবি সুরকাররা। আরো উপস্থিত ছিলেন বিটিভির মহাপরিচালক . জাহাঙ্গীর আলম, সংসদ সদস্য অণিমা মুক্তি গোমেজ, ঢাকা কেন্দ্রের জেনারেল ম্যানেজার মাহফুজা আক্তারসহ বিটিভির ঊর্ধ্বতন কর্মকর্তারা। উপস্থিত সংগীত ব্যক্তিত্বদের তালিকায় ছিলেন খুরশিদ আলম, রেজওয়ানা চৌধুরী বন্যা, ফরিদা পারভীন, কিরণ চন্দ্র রায়, চন্দনা মজুমদার, শেলু বড়ুয়া, সালমা আকবর, ফকির শাহাবুদ্দিন, মকসুদ জামিল মিন্টু, নাছির আহমেদ, হাসান মতিউর রহমান, আবু বকর সিদ্দিকী, আনিসুর রহমান তনু, ইউসুফ, চম্পা বণিকসহ আরো অনেকে। আলোচনা অনুষ্ঠানের এক ফাঁকে সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যারপদ্মশ্রী পদক প্রাপ্তিতে ফুল ক্রেস্ট প্রদান করে তাকে অভিনন্দন জানানো হয়। অংশীজন সভার শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা একাডেমির উপপরিচালক লোক সংস্কৃতি গবেষক সাইমন জাকারিয়া।

বিটিভির মহাপরিচালক তার বক্তব্যে বলেন, ‘আমাদের সংগীতের ভবিষ্যৎ কি ক্ষয়িষ্ণু, এটা কি ক্রমে ধূসর হতে যাচ্ছে বর্তমান সময়ে? প্রশ্নটা অনেক কষ্টদায়কভাবে আমাদের মধ্যে কাজ করছে। বাংলাদেশের সংগীতের ঐতিহ্য, বর্তমান ভবিষ্যতে এটাকে ঠিক করার জন্য করণীয় কী? আমরা কেন বাংলা গানের ঐতিহ্যকে হারিয়ে ফেলছি, লোকজ গান কেন হারিয়ে যাচ্ছে? এখানে শিল্পী, রাষ্ট্র বিটিভির কী করণীয় ব্যাপারে আপনাদের পরামর্শ দিন; আপনারাই পলিসি মেকার হিসেবে কাজ করুন। আপনাদের মতামত পরামর্শ প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দিতে বিটিভির মুখপাত্র হিসেবে কাজ করবে। এছাড়া মহাপরিচালক তার বক্তব্যে, রেকর্ডিং স্টুডিওতে উন্নত টেকনোলজির ব্যবহার প্রখ্যাত সংগীতব্যক্তিত্বদের সৃষ্টিগুলোকে আর্কাইভ করে রাখার ওপর গুরুত্ব আরোপ করেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন