দেশ ছেড়েছেন মোহাম্মদ রসুলফ

ছবি: ডেডলাইন

চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ রসুলফ তার দেশ ইরান ছেড়েছেন। পাড়ি জমিয়েছেন ইউরোপে। তার বিরুদ্ধে ‘দেশের নিরাপত্তার জন্য হুমকি’র অভিযোগ তুলে কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। শাস্তি এড়াতেই তিনি দেশ ছেড়েছেন। রসুলফ তার ইনস্টাগ্রামে দেশ ছাড়ার ভিডিও পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন, ‘ভৌগোলিক ইরান যদি তোমাদের জুলুমের জুতোর তলায় থাকেও, ইরানের সংস্কৃতি এর বহু সাধারণ মানুষের মনে বেঁচে থাকবে। আজ থেকে আমি সাংস্কৃতিক ইরানের বাসিন্দা।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন