বুড়িচং সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

বণিক বার্তা প্রতিনিধি, কুমিল্লা

ছবি : বণিক বার্তা ( ফাইল ছবি)

কুমিল্লার বুড়িচং সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আনোয়ার হোসেন (৫০) নামে এক বাংলাদেশী নিহত হয়েছেন। গতকাল সকাল ৮টার দিকে উপজেলার বাকশিমুল ইউনিয়নের মিরপুর গ্রামে বাংলাদেশ-ভারত সীমান্তের ২০৬৫ (৮ এস) পিলারের কাছে এ ঘটনা ঘটে। আনোয়ার হোসেন বুড়িচং উপজেলার মিরপুর গ্রামের চারু মিয়ার ছেলে।

বাকশিমুল ইউনিয়নের মেম্বার মো. আবুল কাশেম জানান, জামতলা সীমান্তে বিএসএফের গুলিতে আনোয়ার নিহত হন।

তবে বিজিবি, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আনোয়ার হোসেন ভারত থেকে চোরাইপথে আনা চিনি বহনকারী হিসেবে কাজ করতেন।

৬০ বিজিবির অধিনায়ক এএম জাবের বিন জব্বার জানান, সকালে আনোয়ার হোসেন ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেন। এ সময় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান। তবে মরদেহ বিএসএফ নিয়ে গেছে। আজ দুপুর ১২টার দিকে পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন