ফিরছেন আফরান নিশো

ফিচার প্রতিবেদক

ছবি : বণিক বার্তা

আফরান নিশো ছিলেন টিভি নাটকের বড় তারকা। এরপর তিনি এলেন সিনেমায়। রায়হান রাফীর ‘সুড়ঙ্গ’ একরকম বাজিমাতই করল। এরপর কেন যেন হারিয়ে গেলেন নিশো। বেশ অনেকদিনই তার কোনো খোঁজ নেই। নাটকে নেই, সিনেমায়ও না। অবশেষে এল তার দুটি সিনেমার ঘোষণা। আড়ম্বরের সঙ্গেই ফিরছেন তিনি। ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ ও বাংলাদেশের আলফা আইয়ের যৌথ প্রযোজনার সিনেমায় যুক্ত হয়েছেন নিশো। যদিও আসন্ন চলচ্চিত্রগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হচ্ছে না। তবে খুব দ্রুতই এক জমকালো আয়োজনের মাধ্যমে বিস্তারিত জানাবেন এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড।

জনপ্রিয় অভিনেতা আফরান নিশো আবার পর্দায় ফেরার ব্যাপারে বেশ উৎসাহ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘যেকোনো সৃষ্টিশীল কাজের সাফল্যের জন্য সময়টা খুবই প্রয়োজন। সিনেমার অপরিহার্য বিষয় হচ্ছে সব ক্ষেত্রের সঠিক সমন্বয়। সমন্বয় যতটা ভালো হবে, সিনেমা ভালো হওয়ার সম্ভাবনা ততটাই বেড়ে যায়। সেজন্য তো সময় দিতেই হবে। সময় দেয়া আর নেয়ার মাঝেই তো ভালো সিনেমা। তাই মাঝে মাঝে হারিয়ে থাকা প্রয়োজন। তবে এ হারিয়ে থাকা মানে হারিয়ে যাওয়া নয়, এই হারিয়ে থাকা মানে সমন্বয়, তৈরি হওয়া, প্রস্তুত হওয়া। হারিয়ে থাকা যেমন নিখোঁজ সংবাদের আভাস দেয়, তেমনি খুঁজে পাওয়ার আগ্রহ সৃষ্টি করে। অনেক নিখোঁজের মাঝে আমি খোঁজ পেয়েছি এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্টের, যারা আমার সঙ্গে দুটি সিনেমার চুক্তি সম্পন্ন করেছে। তারা আমাকে ও আমি তাদের খুঁজে পেয়েছি, আমি আনন্দিত।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন