ডালাসে
শ্রীলংকাকে হারিয়ে বিশ্বকাপে শুভসূচনা করা বাংলাদেশ ক্রিকেট দল আগামীকাল সোমবার নিউইয়র্কের
নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার মুখোমুখি
হবে। এই ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার (বাংলাদেশ সময় রোববার সকাল)
নিউইয়র্কের লং আইল্যান্ডের ম্যাকআর্থার এয়ারপোর্টে পৌঁছে বাংলাদেশ ক্রিকেট দল।
বিশ্বকাপে
‘ডি’ গ্রুপে দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা, নেদারল্যান্ডস ও নেপালের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা
করছে বাংলাদেশ। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা।
সমান ২ পয়েন্ট রয়েছে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের। তবে ডাচরা এক ম্যাচ বেশি খেলেছে।
তাই বাংলাদেশ রয়েছে টেবিলের দুইয়ে।
আগমীকালের
ম্যাচটি বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ। ব্যাটিং শক্তিধর দল দক্ষিণ আফ্রিকাকে হারানো
বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জের হয়ে উঠতে পারে। এছাড়া নিউইয়র্কের পিচও ‘ভয়ংকর’। এই
মাঠে এখন পর্যন্ত আগে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার কাছে শ্রীলংকা ৭৭ রানে অলআউট,
ভারতের কাছে আয়ারল্যান্ড ৯৬ রানে অলআউট ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নেদারল্যান্ডস ৯
উইকেটে ১০৩ রান করতে পেরেছে। কঠিন এই পিচেই কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে নাজমুল হোসেন
শান্তদের জন্য। বিশেষজ্ঞরা বলছেন, নিউইয়র্কে টস জয়ই ম্যাচ জয়। মানে, আগে টস জিতে প্রতিপক্ষকে
ব্যাটিং করতে পারলে জয় প্রায় সুনিশ্চিত।
সেন্ট
ভিনসেন্টে আগামী ১৩ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে ও ১৭ জুন নেপালের বিপক্ষে গ্রুপে নিজেদের
বাকি দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ।