রুটি-দুধের চেয়ে বরফের দাম বেশি

ছবি : বিবিসি

তীব্র গরম, তাপমাত্রা ছাড়িয়েছে ৪৮ ডিগ্রি সেলসিয়াসে। থাকছে না বিদ্যুৎও। খাবার সংরক্ষণ আর নিজেদের ঠাণ্ডা রাখতে বরফের চাহিদা তুঙ্গে উঠেছে পশ্চিম আফ্রিকার দেশ মালিতে। এ সুযোগে বরফের দাম এত বেড়েছে যে তা রুটি-দুধের দামকেও ছাড়িয়ে গেছে। বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, স্থলবেষ্টিত দেশটিতে রেকর্ড ভাঙা তাপমাত্রা মানেই রুটি-দুধের চেয়ে বরফের দাম বেড়ে যাওয়া। রাজধানী বামাকোর কিছু জায়গায় ছোট এক ব্যাগ বরফের দাম ১০০ ফ্র্যাংক সিএফএ (মালির মুদ্রা), যা কিনতে মাঝেমধ্যেই ৩০০-৫০০ ফ্র্যাংক সিএফএ পর্যন্ত দিতে হয়। অথচ দেশটিতে ভালো মানের রুটি ২৫০ সিএফএতে পাওয়া যায়। খবর ও ছবি বিবিসি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন