ইন্দোনেশিয়ায় বন্যা ও লাভার কাদায় ৪১ জনের মৃত্যু

বণিক বার্তা অনলাইন

ছবি : ইপিএ

ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রা প্রদেশে প্রচণ্ড বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ জনে। এখনও নিখোঁজ অন্তত ১৭ জন। সোমবার (১৩ মে) কর্তৃপক্ষ জানায়, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর, মুষলধারে বৃষ্টির কারণে লাভা গলে সৃষ্ট কাদায় আটকে মৃতের সংখ্যা বাড়ছে।খবর বিবিসি।

প্রাদেশিক উদ্ধার দলের প্রধান আব্দুল মালিক জানিয়েছেন, শনিবার সন্ধ্যা থেকে প্রদেশে মুষলধারে বৃষ্টিপাত হয়েছে। এর ফলে প্রদেশের বেশিরভাগ অঞ্চলে দেখা দিয়েছে বন্যা ও ভূমিধস। এছাড়া আগ্নেয়গিরির অগ্ন্যৎপাতের কারণে ঠান্ডা লাভার প্রবাহে বিভিন্ন স্থানে পুরু কাদার স্তর পড়েছে। লাভার ছাই, নুড়ি ও পাথরকণা মিলে এ কাদা তৈরি হয়েছে।

রোববার (১২ মে) বিকেল পর্যন্ত উদ্ধারকারীরা আগাম জেলার সবচেয়ে ক্ষতিগ্রস্থ কান্ডুয়াং গ্রামে ১৯টি মৃতদেহ খুঁজে পেয়েছে । ন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সি অনুসারে, পার্শ্ববর্তী জেলা তানাহ দাতার থেকে উদ্ধার করা হয়েছে আরো ৯টি মৃতদেহ। 


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন