আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সংকেত যুক্তরাষ্ট্রের

বণিক বার্তা অনলাইন

ছবি : রয়টার্স

ইসরায়েলের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের বিরুদ্ধে প্রসিকিউটরের গ্রেফতারি পরোয়ানা চাওয়ায় আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র।  

মঙ্গলবার (২১ মে) কংগ্রেসের এক শুনানিতে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এ কথা জানান। ব্লিঙ্কেন বলেন, এ ধরনের ভুল সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

একজন রিপাবলিকান সদস্য আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের জন্য চাপ দেয়ার পর তিনি এমন মন্তব্য করেন। এ সপ্তাহেই সিদ্ধান্তটির ওপর ভোটাভুটি হতে পারে।

আইসিসির চিফ প্রসিকিউটর করিম খান সোমবার (২০ মে) ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন।

করিম খান হামাসের গাজাপ্রধান ইয়াহিয়া সিনওয়ার, আল কাসেম ব্রিগেডের প্রধান মোহাম্মদ দেইফ, গোষ্ঠীটির রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়েহ-এর বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা চান।  

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন