যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারের লজ্জা বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক

ছবি বিসিবি

বিশ্বকাপের আগে বড় লজ্জা পেল বাংলাদেশ ক্রিকেট দল। টি-টোয়েন্টি সিরিজে র‍্যাংকিংয়ে ১০ ধাপ নিচের দল যুক্তরাষ্ট্রের কাছে হারল নাজমুল হোসেন শান্তর দল। বৃহস্পতিবার টেক্সাসের গ্র‍্যান্ড প্রেইরি ভিউ কমপ্লেক্সে দ্বিতীয় ম্যাচে স্বাগতিকরা জিতেছে ৬ রানে। 


আগে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৪৪ রান তোলে যুক্তরাষ্ট্র। জবাব দিতে নেমে স্নায়ুচাপ থাকলেও ৪ উইকেটে ১০৬ রান তুলে জয়ের পথেই ছিল বাংলাদেশ। যদিও এরপর ৩২ রানের মধ্যে বাকি ৬ উইকেট হারিয়ে লজ্জায় পড়েন সাকিব, শান্তরা। শেষ ওভারে ১২ রানের প্রয়োজন ছিল, যদিও চাপের মুখে আউট হয়ে যান তরুণ রিশাদ হোসেন। ১৯.৩ ওভারে বাংলাদেশ অল আউট ১৩৮ রানে। 


টানা দুই জয়ে সিরিজ নিশ্চিত করল মোনাংক প্যাটেলের দল। ২৫ মে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন