কাবুলে ব্যস্ত রাস্তায় বিস্ফোরণে নিহত ৮

বণিক বার্তা অনলাইন

আফগানিস্তানের রাজধানী কাবুলে ব্যস্ত রাস্তায় বোমা বিস্ফোরণে কমপক্ষে ৮ জন নিহত হয়েছে। স্থানীয় সময় শনিবার এ ঘটনায় আহত হয়েছে ২২ জন। প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল কর্মকর্তাদের বরাত দিয়ে স্ট্রেইটস টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানায়। 

ওই প্রতিবেদনে বলা হয়, বোমাটি শহরের পশ্চিমাঞ্চলীয় একটি জেলায় বিস্ফোরিত হয়েছে। যেখানে সংখ্যালঘু শিয়া মুসলমানদের নিয়মিত দেখা যায়।সশস্ত্র গোষ্ঠী ইসলামিক স্টেট টেলিগ্রাম চ্যানেলে এ হামলার দায়িত্ব স্বীকার করেছে। 

স্থানীয় বেসরকারী হাসপাতালের এক সিনিয়র মেডিকেল অফিসার জানান, এ হামলায় কমপক্ষে ৮ জন নিহত ও আহত হয়েছে ২২ জন। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন আহতদের সাহায্য ও ক্ষয়-ক্ষতি নিরুপণে তাদের একটি তদন্ত দল ঘটনাস্থলে কাজ করছে।  আশুরার মাত্র কয়েকদিন আগে এ বিস্ফোরণের ঘটনা ঘটল। হিজরি ১০ মহররমে মহানবী (সা.)-এর নাতি ইমাম হোসেনের শাহাদাতের দিনটি শিয়া মুসলমানরা আড়ম্বরের সঙ্গে পালন করে থাকে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন