ভারতের ১৫তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন দ্রৌপদী মুর্মু

বণিক বার্তা অনলাইন

ভারতের নতুন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

দ্রৌপদী মুর্মু ভারতের ১৫তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন। আজ সোমবার দেশটির রাজধানী দিল্লিতে শপথ নেন তিনি। তার এ শপথের মধ্য দিয়ে প্রথমবারের মতো ক্ষুদ্র নৃগোষ্ঠির সদস্য হিসেবে পদটির দায়িত্ব নিলেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এ নেতা। আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, গতকাল রোববার মেয়াদ শেষ হয় বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের। এর পরই নতুন রাষ্ট্রপতি হিসেবে আজ দ্রৌপদী মুর্মুর শপথ বাক্য পাঠ করেন। ভারতের প্রধান বিচারপতি এনভি রমন তাকে শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইড়ু, লোকসভার স্পিকার ওম বিড়লা, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালসহ মন্ত্রিসভার সদস্যরা।

শপথ গ্রহণের পর দ্রৌপদী মুর্মু জানান, তার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়াই প্রমাণ করে, ভারতের দরিদ্ররা স্বপ্ন দেখতে এবং স্বপ্ন পূরণ করতে পারেন।

৬৪ বছর বয়সী দৌপদী মুর্মু এর আগে ঝাড়খন্ড রাজ্যের গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ১৯৫৮ সালে ময়ূরভঞ্জ জেলার বাইদাপশি গ্রামের এক সাঁওতাল পরিবারে জন্ম নেন দৌপদী মুর্মু। ভারতের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর মধ্যে সবচেয়ে বেশি জনসংখ্যা সাঁওতালদের। গ্রামপ্রধানের মেয়ে দৌপদী ভুবনেশ্বরের রামদেবী উইম্যান’স কলেজে লেখাপড়া করেছেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন