আড়াইশো আফগান দোভাষীর তালিকা ফাঁসে তদন্ত শুরু

বণিক বার্তা অনলাইন

দোভাষী হিসাবে কাজ করা আড়াইশোর বেশি আফগান নাগরিকের তালিকা সংবলিত ইমেইল ফাঁস হয়ে যাওয়ার ঘটনায় তদন্ত শুরু করেছে যুক্তরাজ্য কিভাবে এমন তথ্য লঙ্ঘনের ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস

বিবিসি জানিয়েছে, ফাঁস হওয়া ইমেইলে এমন ব্যক্তিরাও রয়েছেন যারা এখনও আত্মগোপনে আছেন, আফগানিস্তান ত্যাগ করতে পারেননি যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে সংক্রান্ত মেইলটি ভুল ঠিকানায় পাঠানো হয় এতে দোভাষীদের ছবিসহ পরিচয় অবস্থান সংক্রান্ত তথ্য ছিল মেইলটির কারণে এসব দোভাষীরা নিরাপত্তা ঝুঁকিতে পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে

ঘটনায় এরইমধ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে ক্ষমা চাওয়া হয়েছে কনজারভেটিভ দলের সংসদ সদস্য এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী জনি মার্কার বিবিসিকে বলেন, এটি খুব লজ্জাজনক ঘটনা প্রতিরক্ষামন্ত্রণালয়ের এমন ব্যর্থতার ফলে আফগান সহযোগীরা এখন তালেবানদের নির্দয় লক্ষ্যবস্তুতে পরিণত হবে বলে মন্তব্য করেন তিনি  

যুক্তরাজ্যের আফগান রিলোকেশনস অ্যান্ড অ্যাসিস্ট্যান্ড পলিসির দায়িত্বরত একটি টিম এই ইমেইলটি পাঠায় তালেবানরা ক্ষমতা দখলের পর থেকে দোভাষীদের সঙ্গে এই দল যোগাযোগ রক্ষা করে আসছিল

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন