রাওয়ালপিন্ডি টেস্ট

শাকিল-রিজওয়ানের ব্যাটে শান্তদের হতাশা

ক্রীড়া ডেস্ক

ছবি: পিসিবি

রাওয়ালপিন্ডি টেস্টে বৃষ্টিবিঘ্নিত প্রথম দিন ৪ উইকেটে ১৫৮ রান তুলে নেয় পাকিস্তান। প্রথম দিন প্রশংসা কুড়ায় বাংলাদেশের বোলিং। যদিও দ্বিতীয় দিন সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে পিষ্ট বাংলাদেশের বোলাররা। আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিন প্রথম সেশনে স্বাগতিকদের কোনো উইকেটের পতন ঘটাতে পারেনি বাংলাদেশ। এই খেলা হয়েছে ২৯ ওভার, পাকিস্তান তুলেছে ৯৮ রান।

 

এ প্রতিবেদন লেখার সময় স্বাগতিকদের সংগ্রহ ছিল ৪ উইকেটে ২৫৬ রান, মধ্যাহ্ন ভোজের বিরতি চলছিল। রিজওয়ান ১৩১ বলে ৮৯ ও শাকিল ১৬৯ বলে ৮৬ রান নিয়ে অপরাজিত রয়েছেন। আগের দিন দুজন ৪৪ রানের জুটি গড়েছিলেন। শাকিল ৫৭ ও রিজওয়ান ২২ রানে অপরাজিত ছিলেন। আজ সকালের সেশনে মারমুখী ব্যাটিং করেছেন রিজওয়ান। দুজনের জুটিটা এখন ১৪২ রানে পৌঁছেছে।

 

প্রথম দিন বাংলাদেশের পেসার শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ উভয়ই দুটি করে উইকেট নেন।

 

রাওয়ালপিন্ডিতে দুটি টেস্ট খেলবে পাকিস্তান ও বাংলাদেশ। এখন পর্যন্ত ১৩ টেস্টের লড়াইয়ে বাংলাদেশ একটিও জিততে পারেনি। অর্জন বলতে একটি ড্র।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন