নামিবিয়াকে হারাল স্কটল্যান্ড, চাপে থাকবে ইংল্যান্ড

বণিক বার্তা অনলাইন

ছবি: ক্রিকেট স্কটল্যান্ড
Default Image

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে জমে উঠত পারে ‘বি’ গ্রুপের লড়াই। দুই ম্যাচ থেকে এরই মধ্যে তিন পয়েন্ট সংগ্রহ করেছে স্কটল্যান্ড। ইংল্যান্ডের সঙ্গে ম্যাচটি বৃষ্টিতে পণ্ড হওয়ায় এক পয়েন্ট পায় স্কটিশরা। আজ ভোরে তারা নামিবিয়াকে ৫ উইকেটে হারিয়ে পূর্ণ দুই পয়েন্ট সংগ্রহ করেছে। ফলে দুই ম্যাচ থেকে তাদের মোট সংগ্রহ দাঁড়িয়েছে তিন পয়েন্ট। 

স্কটিশরা ভালো করায় ইংল্যান্ডের ওপর চাপ বাড়বে। বর্তমান চ্যাম্পিয়নরা এক ম্যাচ থেকে এক পয়েন্ট পেয়েছে। আগামীকাল শনিবার বার্বাডোজে তারা অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। প্রথম ম্যাচে ওমানকে হারানোয় অজিরা আত্মবিশ্বাসী হয়ে কাল খেলতে নামবে। আর ইংলিশরা থাকবে চাপে।

বার্বাডোজে আজ দুই দলের অধিনায়কই সামনে থেকে নেতৃত্ব দেন। আগে ব্যাটিং করতে নেমে অধিনায়ক গেরহার্ড এরাসমাসের ফিফটিতে (৩১ বলে ৫২) ভর করে ৯ উইকেটে ১৫৫ রান তোলে নামিবিয়া। এ রান তাড়া করতে নেমে অধিনায়ক রিচি বেরিংটন (৩৫ বলে ৪৭*) ও মাইকেল লিয়াস্ক (১৭ বলে ৩৫) স্কটল্যান্ডকে দুর্দান্ত এক জয় এনে দেন। 

বল হাতে এক উইকেট নেয়ার পর চার ছক্কায় ৩৫ রানের বিস্ফোরক ইনিংস খেলা লিয়াস্ক হয়েছেন ম্যাচসেরা খেলোয়াড়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন