ঋণসীমা বিলে স্বাক্ষর বাইডেনের

বণিক বার্তা ডেস্ক

ঋণের সীমা স্থগিত করতে অতিপ্রত্যাশিত বিলে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গত শনিবার হোয়াইট হাউজে বিলটিতে স্বাক্ষর করেন তিনি। খবর দ্য গার্ডিয়ান।

নতুন আইনটি ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত মার্কিন সরকারের ঋণ গ্রহণের সীমা স্থগিত রাখবে। ফলে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের আগে একই সমস্যা পুনরায় দেখা দেবে না।

হাউজ স্পিকার রিপাবলিকান কেভিন ম্যাকার্থির সঙ্গে প্রায় এক মাস স্থবির অবস্থা বিরাজ করছিল। পরে বাইডেন ও ম্যাকার্থির মধ্যস্থতায় বিলটি প্রতিনিধি পরিষদ ওঠে। সেখানে পাস হওয়ার পর যায় সিনেটে।

অর্থনীতিবিদরা সতর্ক করেছিলেন, ঋণখেলাপি মার্কিন বেকারত্বের হার দ্বিগুণ করতে পারে। উল্লেখযোগ্যভাবে প্রভাব পড়তে পারে জিডিপিতে। এছাড়া পুরো প্রক্রিয়াটি শুধু যুক্তরাষ্ট্রই নয়, ডলার নির্ভর বিশ্ব অর্থনীতিকে ঝুঁকির মুখে ফেলে দিত।

সিনেটে বিলটি পাসের পর গত শুক্রবার সন্ধ্যায় ওভাল অফিস থেকে টেলিভিশন ভাষণে বাইডেন জানিয়েছিলেন, বিলটি পাস করা খুবই গুরুত্বপূর্ণ। দুই পক্ষ চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে ২৪৭ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ঋণখেলাপিতে পড়তে হতো যুক্তরাষ্ট্রকে। কেননা ৫ জুনের আগে বিলটি পাসের বাধ্যবাধকতা ছিল। ডেমোক্র্যাটিক সংখ্যাগরিষ্ঠ সিনেট ৬৩-৩৬ ভোটে পাস করার একদিন পর গতকাল বিলে স্বাক্ষর করেন বাইডেন। এর আগে রিপাবলিকান নিয়ন্ত্রিত হাউজে ৩১৪-১১৭ ভোটে পাস হয়।

গতকাল এক বিবৃতিতে কংগ্রেসে ডেমোক্র্যাটিক ও রিপাবলিকান নেতাদের অংশীদারত্বের জন্য ধন্যবাদ জানিয়েছে হোয়াইট হাউজ। ওভাল অফিসে বাইডেনের স্বাক্ষর করার ভিডিও টুইট করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন