বেইজিংয়ে শি জিনপিং-অ্যান্টনি ব্লিঙ্কেন বৈঠক

রাশিয়ার প্রতি চীনের সমর্থন নিয়ে উদ্বেগ যুক্তরাষ্ট্রের

বণিক বার্তা অনলাইন

ছবি : রয়টার্স

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন রাশিয়ার সামরিক বাহিনীর প্রতি চীনের সমর্থন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। শুক্রবার (২৬ এপ্রিল) অ্যান্টনি ব্লিঙ্কেন বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন। এ বৈঠকে তিনি তার দেশের উদ্বেগের কথা জানিয়ে দেন। খবর বিবিসি ও রয়টার্স।

শি জিনপিং এর আগে শীর্ষ মার্কিন কূটনীতিককে বলেছিলেন যে চীন ও যুক্তরাষ্ট্র পরস্পরের ‘‌অংশীদার হওয়া উচিত, প্রতিদ্বন্দ্বী নয়।’ উভয়ের উচিত ‘‌দুষ্ট প্রতিযোগিতা’ এড়িয়ে চলা।

এছাড়া অ্যান্টনি ব্লিঙ্কেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে সাড়ে পাঁচ ঘণ্টার বৈঠক করেন। অন্য অনেক বিষয়ের সঙ্গে সস্তা চীনা রফতানি পণ্য নিয়ে মার্কিন অভিযোগগুলোও আলোচ্যসূচিতে ছিল। উভয় পক্ষ শেষ পর্যন্ত আলোচনা অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছেন।

গত সপ্তাহে ইউক্রেনে সহযোগিতা অনুমোদন করেছে যুক্তরাষ্ট্রের কংগ্রেস। মার্কিন কর্মকর্তারা সতর্ক করেছেন, চীন থেকে বড় মেশিন টুল আমদানি রাশিয়াকে তার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াতে সাহায্য করছে। তবে গত সপ্তাহেই তাইওয়ানকে সহযোগিতা অনুমোদন করায় যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করেছে চীন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন