বরগুনায় ডায়রিয়ার প্রকোপ, হাসপাতালে শয্যা সংকট

বণিক বার্তা প্রতিনিধি, বরগুনা

ছবি : সংগৃহীত

প্রচণ্ড গরমে বরগুনায় ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। গত এক সপ্তাতে বরগুনা জেনারেল হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত হয়ে ৩৮২ জন ভর্তি হয়েছে। এসব রোগীর অধিকাংশই শিশু ও বৃদ্ধ। সিভিল সার্জন অফিসের তথ্যমতে, এপ্রিলের শুরু থেকে এ পর্যন্ত ডায়রিয়া আক্রান্তের সংখ্যা প্রায় চার হাজার।

হঠাৎ করে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার শয্যা সংকট দেখা দিয়েছে বরগুনা জেনারেল হাসপাতালে। বাধ্য হয়ে অনেকে হাসপাতালের মেঝে ও করিডোরে বিছানা পেতে চিকিৎসা নিচ্ছে। গড়ে প্রতিদিন শতাধিক ডায়রিয়া আক্রান্ত রোগী চিকিৎসা নিতে আসছে বরগুনা সদর হাসপাতালে।

চিকিৎসকরা জানান, শয্যার পাশাপাশি চিকিৎসক সংকটও রয়েছে হাসপাতালে। ২৫০ শয্যার হাসপাতালে ৫৬ জন চিকিৎসক থাকার কথা থাকলেও রয়েছেন মাত্র ১৭ জন। এজন্য সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এ ব্যাপারে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম নজমুল আহসান বলেন, ‘হঠাৎ করে ডায়রিয়ার প্রকোপ বেড়ে গেছে। একসঙ্গে অনেক রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এজন্য চিকিৎসকরা সেবা দিতে কিছুটা হিমশিম খাচ্ছেন।’

সিভিল সার্জন প্রদীপ চন্দ্র মণ্ডল বলেন, ‘গরমের এ সময় ডায়রিয়া বেড়ে যায়। আবহাওয়া পরিবর্তন ও ময়লাযুক্ত পানি পানসহ বিভিন্ন কারণে জেলায় ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। তবে এ পরিস্থিতি মোকাবেলায় স্টোরে পর্যাপ্ত ওষুধ মজুদসহ আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ রয়েছে।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন