ন্যূনতম মাসিক বেতন ১৭২ ডলার করেছে মিসর

বণিক বার্তা ডেস্ক

ন্যূনতম মাসিক বেতন প্রায় ১৭২ ডলারে উন্নীত করেছে মিসর। কয়েক বছর ধরে জীবনযাপনে কঠোর ব্যবস্থায় বিধ্বস্ত মিসরীয়দের বোঝা কমানোর অংশ হিসেবে পদক্ষেপ নেয়া হয়েছে। খবর এপি।

প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি একটি বিবৃতিতে ঘোষণা দেন, দেশে ন্যূনতম মাসিক বেতন হবে হাজার ৭০০ মিসরীয় পাউন্ড (১৭১ দশমিক ডলার) বর্তমানে হাজার ৪০০ মিসরীয় পাউন্ড (১৫২ দশমিক ডলার) থেকে বেতন ১২ দশমিক শতাংশ বাড়ানো হয়েছে। মিসরীয় প্রেসিডেন্ট সরকারি কর্মচারীদের বেতন প্রায় ১৩ শতাংশ বাড়িয়েছেন। ২০১৪ সালে দায়িত্ব নেয়ার পর তৃতীয়বারের মতো ন্যূনতম বেতন বাড়ালেন আবদেল ফাত্তাহ আল-সিসি।

তিনি প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী অন্যান্য আর্থিক কর্মকর্তার সঙ্গে পরবর্তী বাজেট নিয়ে আলোচনা করার পর বেতন বাড়ানোর ঘোষণা দেন। সময় প্রেসিডেন্ট বিদ্যালয় শিক্ষকদের জন্য বোনাসেরও ঘোষণা দেন।

নতুন বেতন কবে নাগাদ কার্যকর হবে বিবৃতিতে তা উল্লেখ করা হয়নি। তবে আগামী জুলাইয়ে নতুন অর্থবছর শুরুর সঙ্গে এটি কার্যকর হতে পারে বলে আশা করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন