এনআইডি : জেনেবুঝেই মন্ত্রণালয়ের অধীনে আনছি: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জেনেবুঝেই জাতীয় পরিচয় (এনআইডি) নিবন্ধন কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নেয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, এনআইডি নিয়ে যেসব কথা হচ্ছে তা অবান্তর। এখানে সবার মতামত রয়েছে। বিশেষজ্ঞদের পরামর্শও নেয়া হয়েছে।

গতকাল রাজধানীর পুরনো কারাগার কনভেনশন হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে কারাবন্দিদের ১০০ সন্তানকে বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এনআইডি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুরক্ষা সেবা বিভাগে এলে সেবা নিয়ে কোনো ধরনের জটিলতা তৈরি হবে না। বরং এনআইডি সেবা এখন যথাস্থানে আসছে।

এনআইডি কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে দেয়ার বিষয়ে মে মাসের মাঝামাঝি সময়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি চিঠি নির্বাচন কমিশনে পাঠায় মন্ত্রিপরিষদ বিভাগ। তখনই বিষয়টি নিয়ে আপত্তি ওঠে ইসিতে। আগের মতোই তা ইসির অধীনে রাখার পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরে মন্ত্রিপরিষদ বিভাগে জুনের প্রথম সপ্তাহে চিঠি দেয়া হয়। সর্বশেষ ২১ জুন মন্ত্রিপরিষদ বিভাগ ইসি সচিবালয়কে আরেকটি চিঠি দেয়। তাতে বলা হয়, সরকার জাতীয় পরিচয় নিবন্ধন কার্যক্রম আইনানুগভাবে নির্বাচন কমিশন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগে হস্তান্তরের সিদ্ধান্ত নেয়া হয়েছে। অবস্থায় ইসি যেন নির্দেশনাগুলো যথাযথভাবে প্রতিপালন করে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন