অ্যামাজনের ২৪০ কোটি ডলারের শেয়ার বিক্রি বেজোসের

বণিক বার্তা ডেস্ক

অ্যামাজন ডট কমের ২৪০ কোটি ডলারের শেয়ার বিক্রি করেছেন জেফ বেজোস। এতে অনলাইন প্লাটফর্মটির প্রতিষ্ঠাতা মোট ৫০০ কোটি ডলারের শেয়ার বিক্রি করেছেন। খবর ব্লুমবার্গ।

যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নথিতে দেখা গেছে, পূর্ব পরিকল্পনা অনুযায়ী, লাখ ৩৯ হাজার ৩২টি শেয়ার বিক্রি করেছেন বেজোস। এর আগেও প্রায় সমসংখ্যক শেয়ার বিক্রি করেছিলেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী।

চলতি সপ্তাহের শুরুতে বেজোস জানিয়েছিলেন, তিনি ২০ লাখ শেয়ার বিক্রি করতে চান। অ্যামাজনের ১০ শতাংশ শেয়ারের নিয়ন্ত্রণ তার হাতে। ব্লুমবার্গ বিলিয়নেয়ার সূচকে দেখা গেছে, বিশাল অংকের শেয়ারের ফলে তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ ১৯ হাজার ২১০ কোটি ডলারে দাঁড়িয়েছে।

১৯৯৭ সালে শেয়ারবাজারে প্রবেশের ১৫ বছর পর কোম্পানিটির এক-পঞ্চমাংশ ২০০ কোটি ডলারে বিক্রি করে দেন।

গত বছর লকডাউনের মধ্যে অনলাইনে কেনাকাটা বৃদ্ধিতে অ্যামাজনের শেয়ারদর ৭৬ শতাংশ বেড়েছে। চলতি বছরে শেয়ারদর বেড়েছে দশমিক শতাংশ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন