বোয়িংয়ের ২৫টি ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজ কিনছে ইউনাইটেড

বণিক বার্তা ডেস্ক

প্রায় বছর দুয়েক ধরে গ্রাউন্ডেড থাকা ৭৩৭ ম্যাক্সের ২৫টি উড়োজাহাজ কেনার ঘোষণা দিয়েছে ইউনাইটেড এয়ারলাইনস। আগামী ২০২৩ সালের মধ্যে উড়োজাহাজগুলো সরবরাহ করা হবে। গতকাল এক ঘোষণায় তথ্য নিশ্চিত করে যুক্তরাষ্ট্রভিত্তিক উড়োজাহাজ সংস্থাটি। করোনা-উত্তর ভ্রমণ শিল্পের ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে ক্রয়াদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনা করা হচ্ছে। খবর এএফপি।

গতকালের ক্রয়াদেশের পর ৭৩৭ ম্যাক্সের ১৮৮টি উড়োজাহাজের ক্রয়াদেশ দিল ইউনাইটেড এয়ারলাইনস। কয়েক মাসের ব্যবধানে দুটি মারাত্মক দুর্ঘটনার পর ২০ মাস ধরে বিশ্বব্যাপী গ্রাউন্ডেড রয়েছে ম্যাক্স ৭৩৭-এর সব উড়োজাহাজ। গত বছরের শেষের দিকে নীতিনির্ধারকরা ৭৩৭ ম্যাক্স চালুর অনুমতি দেন।

জনপ্রিয় মডেলের বৈশ্বিক গ্রাউন্ডিংয়ের কারণে বড় অংকের লোকসান গুনে বোয়িং। তার ওপরে বছরব্যাপী করোনা মহামারীতে বিপর্যস্ত হয়ে পড়ে বৈশ্বিক পর্যটন খাত। ৭৩৭ ম্যাক্সের ক্রয়াদেশের মাধ্যমে বোয়িংয়ের প্রতি আস্থা বৃদ্ধিতে ভূমিকা রাখছে ইউনাইটেড এয়ারলাইনস।

এর আগে ক্রয়াদেশ পাঠানো ৮০টি উড়োজাহাজের ডেলিভারি ২০২২ সালের মধ্যে গ্রহণ করতে যাচ্ছে ইউনাইটেড। ২০২৩ সালে গ্রহণ করবে আরো পাঁচটি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন