১৮ কোটি ডলারের নতুন বিনিয়োগ পেয়েছে ডেলিভারো

বণিক বার্তা ডেস্ক

স্বল্পসংখ্যক শেয়ারহোল্ডার অ্যামাজনসহ বিদ্যমান বিনিয়োগকারীদের থেকে আরো ১৮ কোটি ডলার সংগ্রহ করেছে ডেলিভারো। এর মাধ্যমে ব্রিটিশ খাদ্য সরবরাহকারী সংস্থার বাজার মূলধন ৭০০ কোটি ডলার ছাড়িয়েছে।  খবর রয়টার্স।

সংস্থাটি আগামী মাসগুলোতে প্রথমবারের মতো পাবলিক শেয়ার ইস্যু করতে যাচ্ছে। এটি তিন বছরের মধ্যে লন্ডনে সবচেয়ে বড় নতুন শেয়ার ইস্যু হতে যাচ্ছে।

ডেলিভারোর প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী উইল শু বলেন, বিনিয়োগ আমাদের নতুনত্ব অব্যাহত রাখতে, রেস্তোরাঁগুলোকে সহায়তায় নতুন প্রযুক্তি সরঞ্জাম বিকাশ, রাইডারদের আরো বেশি কাজ সরবরাহ করতে এবং গ্রাহকদের পছন্দ বাড়িয়ে তুলতে সহায়তা করবে।

এর আগে স্থানীয় প্রতিযোগী জাস্ট ইট টেকওয়ে ডোমিনো পিজ্জার আপত্তি সত্ত্বেও ব্রিটেনের প্রতিযোগিতা নিয়ন্ত্রক অ্যামাজনকে ডেলিভারোর ১৬ শতাংশ শেয়ার কেনার অনুমোদন দিয়েছিল। মার্কিন বিনিয়োগকারী ডিউরেবল ক্যাপিটাল পার্টনারস ফিডেলিটি ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চের নেতৃত্বে পরিচালিত সর্বশেষ তহবিল সংগ্রহের মাধ্যমে ইন্টারনেট জায়ান্টের অংশীদারিত্ব বৃদ্ধি পাবে না বলেই মনে করা হচ্ছে।

পশ্চিম ইউরোপ অস্ট্রেলিয়া, হংকং, সিঙ্গাপুর সংযুক্ত আরব আমিরাতসহ ডেলিভারো ১২টি দেশে খাদ্য সরবরাহে কাজ করে। সর্বশেষ তহবিল সংগ্রহে প্রতিটি বিনিয়োগকারী কতটা অবদান রেখেছিল, তা জানায়নি সংস্থাটির কর্তৃপক্ষ।

লকডাউনের কারণে ব্যবসা-প্রতিষ্ঠান  অফিস-আদালত বন্ধ থাকায় ডেলিভারোজাস্ট ইট টেকঅ্যাওয়ে ডটকমের মতো খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর গ্রাহক বেড়ে গিয়েছে। গ্রাহক চাহিদা বাড়লেও বাজারে একই ধরনের প্রতিষ্ঠানগুলোর মধ্যে তীব্র প্রতিযোগিতা রয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন