শাহজালাল বিমানবন্দর

রাডার আধুনিকায়নে সমঝোতা স্মারক সই হচ্ছে মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রাডার সিস্টেম আধুনিকায়নে প্রয়োজনীয় যন্ত্রপাতি ক্রয়ের উদ্যোগ নিয়েছে সরকার। জিটুজি পদ্ধতিতে ফ্রান্স থেকে কেনা হবে অত্যাধুনিক রাডার সিস্টেম। এজন্য আগামী মঙ্গলবার বাংলাদেশ ফ্রান্সের মধ্যে প্রাথমিকভাবে একটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, রাডার ক্রয়ের চুক্তির খসড়ার বিষয়ে গত ২০ অক্টোবর বেবিচকের ফ্রান্স দূতাবাসের কর্মকর্তাদের মধ্যে আলোচনা হয়। রাডার আনুষঙ্গিক এয়ার ট্রাফিক ব্যবস্থাপনাসহ নেভিগেশন নজরদারিসংক্রান্ত সিস্টেমের সরবরাহকরণ, সংস্থাপন এবং কার্যকরের ক্ষেত্রে সমঝোতা হবে। সমঝোতার আওতায় রাডারের মাধ্যমে সংগৃহীত তথ্য-উপাত্ত কঠোরভাবে গোপন রাখবে দুই দেশ, যাতে আকাশসীমার নিরাপত্তার বিষয়টি তৃতীয় কোনো দেশের কাছে যেতে না পারে। নভেম্বর প্রাথমিকভাবে সমঝোতা স্মারক সই হওয়ার কথা। এর পরই চূড়ান্ত চুক্তি করবে বাংলাদেশ।

বেবিচকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা প্রসঙ্গে বণিক বার্তাকে বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাডার স্থাপনের প্রকল্পটি চলমান রয়েছে। নভেম্বর -সংক্রান্ত একটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।

এর আগে চলতি বছরের ২০ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে বিমান চলাচল সম্পর্কিত কারিগরি সহায়তা তথ্য আদান-প্রদানে ফ্রান্সের ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন বেবিচকের মধ্যে চুক্তি স্বাক্ষরের জন্য কার্যক্রম শুরুর অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে সে সময় মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, রাডার আধুনিকায়নে বিভিন্ন স্ট্যান্ডার্ডস রিকমেন্ডেড প্র্যাকটিস বাস্তবায়নে বাংলাদেশ ফ্রান্স একসঙ্গে কাজ করবে। এতে আমরা এয়ার নেভিগেশনে সুবিধা পাব। বেসামরিক বিমানের উড্ডয়ন রক্ষণাবেক্ষণ পরিকল্পনা আরো উন্নত হবে। এয়ারপোর্টের ব্যবস্থাপনা আরো উন্নত হবে। বেসামরিক বিমানের সুরক্ষিত উড্ডয়নের বিষয়গুলোও তারা দেখবে। অভ্যন্তরীণ নিরীক্ষা যথাযথভাবে নিশ্চিত করতে হবে। উভয় দেশ পরস্পরের নিরীক্ষা প্রতিবেদন দেখবে। কর্মকর্তা-কর্মচারীদের কারিগরি জ্ঞান বাড়াতে প্রশিক্ষণ দেয়া হবে। নিরাপত্তা ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়ানো হবে। রাডার সিস্টেম স্থাপনের পর বাংলাদেশের টেরিটরি দিয়ে যত উড়োজাহাজ যাবে, সবই আমাদের রাডারের মধ্যে চলে আসবে এবং সবাইকে একটা নির্দিষ্ট ফি দিতে হবে। আমাদের বর্তমান রাডার সিস্টেম দিয়ে সব উড়োজাহাজকে কাভার করতে পারি না।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন