মে মাসে জাপানের খানা ব্যয় কমেছে ১৬.২%

বণিক বার্তা ডেস্ক

গত মে মাসে জাপানের খানা ব্যয় বছরওয়ারি কমেছে রেকর্ড ১৬ দশমিক শতাংশ। নভেল করোনাভাইরাস মহামারী ঠেকানোর অংশ হিসেবে দেশব্যাপী লকডাউন ঘোষণা করায় ভোক্তাব্যয় মারাত্মকভাবে কমে এসেছে। মঙ্গলবার প্রকাশিত সরকারি উপাত্তে তথ্য উঠে এসেছে। খবর কিয়োদো।

মিনিস্ট্রি অব ইন্টার্নাল অ্যাফেয়ার্স অ্যান্ড কমিউনিকেশনস বলছে, ২০০১ সালের জানুয়ারি থেকে উপাত্ত রাখা শুরুর পর খানা ব্যয়ে রেকর্ড পতন হলো। এর আগে গত এপ্রিলে খানা ব্যয়ে ১১ দশমিক শতাংশ পতন হয়েছিল।

প্রকৃত হিসাবে গত মে মাসে দুই বা ততোধিক সদস্যবিশিষ্ট খানাগুলোর মাসিক ব্যয় গড়ে লাখ ৫২ হাজার ১৭ ইয়েন বা হাজার ৩০০ ডলারে দাঁড়িয়েছে। গত অক্টোবরের পর নিয়ে টানা আট মাস খানা ব্যয় কমল।

মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, গত এপ্রিলে দেশব্যাপী জরুরি অবস্থা ঘোষণার পর অবকাশ আতিথেয়তা খাতে ব্যয় লক্ষণীয়ভাবে কমে এসেছে।

শ্রম মন্ত্রণালয়ের পৃথক উপাত্তে দেখা গেছে, মে মাসে ওভারটাইম মজুরি বছরওয়ারি ২৫ দশমিক শতাংশ কমে ১৪ হাজার ৬০১ ইয়েনে দাঁড়িয়েছে। ২০১৩ সাল থেকে তুলনামূলক উপাত্ত রাখা শুরুর পর থেকে এটা সর্বোচ্চ পতন। নিয়ে টানা তিন মাসের মতো ওভারটাইম মজুরি কমেছে।

স্বাস্থ্য, শ্রম কল্যাণবিষয়ক মন্ত্রণালয়ের প্রাথমিক উপাত্তে বলা হয়, জরুরি অবস্থার কারণে ব্যবসাপ্রতিষ্ঠানে কার্যক্রম সীমিত হওয়ায় ওভারটাইম কর্মঘণ্টা ২৯ দশমিক শতাংশ কমেছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন