যক্ষ্মা নিরাময় ট্যাবলেটের দাম কমিয়েছে জনসন অ্যান্ড জনসন

বণিক বার্তা ডেস্ক

যক্ষ্মার চিকিৎসায় ব্যবহূত ট্যাবলেটের দাম কমানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের ফার্মাসিউটিক্যাল জায়ান্ট জনসন অ্যান্ড জনসন। সোমবার কোম্পানিটি জানায়, যক্ষ্মা নিরাময়ে তারা তাদের বেডাকুইলাইন ট্যাবলেটের পুরো কোর্সের দাম এখন থেকে রাখবে ৩৪০ ডলার। আগে ছয় মাসের কোর্সের ট্যাবলেট কিনতে খরচ হতো ৪০০ ডলার। নতুন নির্ধারিত দামে স্টপ টিবি পার্টনারশিপের মাধ্যমে বিশ্বের ১৩৫টি নিম্ন মধ্যম আয়ের দেশে সারটুরো নামের ট্যাবলেট সরবরাহ করা হবে। খবর এএফপি।

যুক্তরাষ্ট্রের ২০১২ সালে সারটুরোর অনুমোদন দেয়া হয়। ৪০ বছরের মধ্যে যক্ষ্মার চিকিৎসায় এটিই ছিল অনুমোদনপ্রাপ্ত নতুন ওষুধ। জনসন অ্যান্ড জনসনের দাম কমানোর উদ্যোগের মধ্য দিয়ে অন্তত লাখ ২৫ হাজার রোগীর কাছে পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এতে জাতীয় টিবি প্রোগ্রামে সঞ্চয় হবে কোটি ৬০ লাখ ডলার। মূলত বহুদিন ধরেই বিভিন্ন এনজিও ওষুধের দাম কমানোর জন্য দাবি জানিয়ে আসছিল।

জনসন অ্যান্ড জনসনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দাতব্য চিকিৎসা সংগঠন ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ) তবে সংগঠনটির মতে, দাম আরো কমানোর পাশাপাশি অধিকতর দেশে ওষুধ সরবরাহের ব্যবস্থা করার প্রয়োজন ছিল। এমএসএফের লারা ডোভিফ্যাট বলেন, আমরা বহুদিন ধরেই বেডাকুইলাইনের জেনেরিক সংস্করণগুলো আরো সাশ্রয়ী মূল্যে সহজলভ্য করার বিষয়ে উদগ্রীব হয়ে অপেক্ষায় ছিলাম। অবস্থায় জনসন অ্যান্ড জনসনের সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, যক্ষ্মা এখন পর্যন্ত বিশ্বের প্রাণঘাতী সংক্রামক রোগগুলোর মধ্যে অন্যতম। সংস্থাটির হিসাব অনুযায়ী, ২০১৮ সালে বিশ্বে যক্ষ্মায় আক্রান্ত হয়েছে প্রায় এক কোটি মানুষ, মারা গেছে ১৫ লাখ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন