বার্ষিক সংকোচনের পথে দক্ষিণ কোরিয়ার অর্থনীতি

বণিক বার্তা ডেস্ক

১৯৯০-এর দশকের পর চলতি বছর প্রথমবারের মতো বার্ষিক সংকোচনের পথে হাঁটছে দক্ষিণ কোরিয়ার অর্থনীতি। গতকাল দেশটির কেন্দ্রীয় ব্যাংক দ্য ব্যাংক অব কোরিয়া (বিওকে) পূর্বাভাসে জানায়, নভেল করোনাভাইরাসের প্রেক্ষাপটে অর্থনীতির অভাবনীয় সংকোচন হতে যাচ্ছে। একই সঙ্গে গতকাল রেকর্ড পরিমাণে সুদহার কমিয়েছে বিওজে। খবর এএফপি।

বিওকের পূর্বাভাস অনুযায়ী, ২০২০ সালে দক্ষিণ কোরিয়ার অর্থনীতির সংকোচন হবে শূন্য দশমিক শতাংশ। অথচ এর আগে ফেব্রুয়ারিতে বিওকে দেশটির বার্ষিক অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল দশমিক শতাংশ। কিন্তু এর পরই মহামারীর কারণে পুরো বৈশ্বিক বাণিজ্যের চিত্র পাল্টে যায়, যার সরাসরি প্রভাব পড়ে দক্ষিণ কোরিয়ার অর্থনীতিতেও।

এদিকে বিওকে সুদহার ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে রেকর্ড শূন্য দশমিক শতাংশে নামিয়ে এনেছে। এর মধ্য দিয়ে অন্য দেশের কেন্দ্রীয় ব্যাংকের মতোই মহামারীর প্রভাব থেকে অর্থনীতিকে বাঁচানোর চেষ্টা করছে বিওকে। এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার কেন্দ্রীয় ব্যাংক জানায়, নভেল করোনাভাইরাসের কারণে দেশজ অর্থনীতির প্রবৃদ্ধি উল্লেখযোগ্য হারে কমে গেছে। ভবিষ্যতে পরিস্থিতি আরো খারাপ হবে। বিশেষ করে পরিস্থিতির উন্নতি নিয়ে এখনই নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন