হংকং

বিক্ষোভের কারণে জিডিপি কমবে

বণিক বার্তা ডেস্ক

২০০৪ সালের পর এই প্রথম বাজেট ঘাটতির মুখে পড়তে যাচ্ছে হংকং। প্রায় ছয় মাস ধরে চলা বিক্ষোভের জেরে বাণিজ্য নগরীটির জিডিপি শতাংশীয় পয়েন্ট কমতে পারে বলে মনে করেন হংকংয়ের অর্থসচিব পল চ্যান। খবর ব্লুমবার্গ।

বিরূপ অর্থনৈতিক পরিবেশ, শুল্ক আয় ভূমি বিক্রির আয় হ্রাসের কারণে ২০১৯-২০ অর্থবছরে বাজেট ঘাটতি হতে পারে। গতকাল হংকংয়ের আইন পরিষদে এমনটা জানান চ্যান।

২০১৯ সালের জন্য এর আগে দশমিক ৩০ শতাংশ অর্থনৈতিক সংকোচনের পূর্বাভাস দেয়া হয়েছিল। ছয় মাসব্যাপী বিক্ষোভের পাশাপাশি চীন-যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধও চলতি বছর হংকংয়ের ওপর বিশাল চাপ সৃষ্টি করেছে। মূল ভূখণ্ড চীন থেকে পর্যটক আগমন হ্রাসের ফলে গত অক্টোবরে হংকংয়ে কেনাকাটা প্রায় ২৩ শতাংশ কমেছে।

চ্যান বলেন, হংকং অর্থনীতি এখন অত্যন্ত কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। অর্থনীতি পুনরুদ্ধারে বিভিন্ন খাতকে একসঙ্গে কাজ করতে হবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন