৫ হাজার কোটি ডলারের প্রতিরক্ষা বাজেটের পরিকল্পনা জাপানের

জাপান তাদের প্রতিরক্ষা বাজেট রেকর্ড দশমিক ৩০ ট্রিলিয়ন ইয়েন বা হাজার ৯০০ কোটি ডলার নির্ধারণ করতে যাচ্ছে। পরবর্তী প্রজন্মের যুদ্ধবিমান নির্মাণে আগামী এপ্রিল শুরু হওয়া অর্থবছরে বাজেট পাস হতে পারে।

তথ্যের উৎস না জানিয়ে নিক্কেই বলছে, চলতি অর্থবছর প্রতিরক্ষা খাতে দশমিক ২৬ ট্রিলিয়ন ইয়েন বরাদ্দ করেছে। জাপানের এফ-টুর স্থলে নতুন একটি যুদ্ধবিমান নির্মাণে হাজার কোটি ইয়েনেরও বেশি বরাদ্দ করা হচ্ছে। চলতি মাসের শেষে বার্ষিক বাজেট চূড়ান্ত হলে প্রতিরক্ষা বাজেটও চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে।

আগামী বাজেটে প্রতিরক্ষা বৃদ্ধি হলে টানা আট বছরের মতো জাপানের প্রতিরক্ষা ব্যয় সম্প্রসারিত হবে। এক বছর আগে জাপানের মধ্যমেয়াদি প্রতিরক্ষা কর্মসূচি ঘোষণার সময় ২০১৯-২৩ সালের মধ্যে ২৭ দশমিক ট্রিলিয়ন ইয়েন বরাদ্দ করা হয়, যা এর আগের পাঁচ বছরের চেয়ে ট্রিলিয়ন ইয়েন বেশি। প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চাপের মুখে রয়েছে জাপান। দুই শীর্ষ অর্থনীতির মধ্যে বাণিজ্য অসমতা দূর করতে রফতানি বাড়াতে টোকিওর ওপর চাপ দিচ্ছে ওয়াশিংটন।      সূত্র: নিক্কেই এশিয়ান রিভিউ

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন