চীন-মার্কিন বাণিজ্য আলোচনা সঠিক পথে এগোচ্ছে —মার্কিন প্রেসিডেন্ট

বণিক বার্তা ডেস্ক

 প্রথম পর্যায়ের বাণিজ্য চুক্তির জন্য চীন-মার্কিন আলোচনা সঠিক পথে এগোচ্ছে বলে গত বৃহস্পতিবার মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন আরোপিত শুল্ক কমানো না হলে প্রথম পর্যায়ের চুক্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে বলে বেইজিংয়ের পক্ষ থেকে বারবার হুঁশিয়ারি দেয়া সত্ত্বেও আশাব্যঞ্জক মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট খবর রয়টার্স 

আলোচিত চুক্তি নিয়ে বুধবার মার্কিন প্রেসিডেন্টকে প্রশ্ন করা হলে তিনি উত্তর দেয়া থেকে বিরত থাকেন তবে একই বিষয়ে সাংবাদিকরা বৃহস্পতিবার প্রশ্ন করলে তিনি বলেন, আমাদের বাণিজ্য প্রতিনিধিদের মধ্যে ইতিবাচক আলোচনা অব্যাহত রয়েছে এদিকে চীন-মার্কিন বাণিজ্য চুক্তি আগামী বছর দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের আগে হওয়ার সম্ভাবনা নেই, গত সপ্তাহের শুরুর দিকে ট্রাম্পের এমন মন্তব্যের পর বৈশ্বিক শেয়ার বাজারগুলোয় বড় দরপতন দেখা দেয়

প্রথম পর্যায়ের বাণিজ্য চুক্তির জন্য নিজেদের পণ্যে আরোপিত শুল্ক প্রত্যাহার অন্যতম শর্ত, গত সপ্তাহে চীনা বাণিজ্য প্রতিনিধিদের এমন মন্তব্য পুনর্ব্যক্ত করার পর নিজেদের মধ্যে বাণিজ্য আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে বলে মন্তব্য করলেন ট্রাম্প ট্রাম্পের মন্তব্যের আগে চীনা বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র গাও ফেং সাংবাদিকদের বলেন, ওয়াশিংটন-বেইজিং প্রথম পর্যায়ের বাণিজ্য চুক্তিতে পৌঁছার অর্থ হলো আলোচনা অনুসারে ওয়াশিংটন কর্তৃক আমাদের পণ্যে আরোপিত শুল্ক কমানো হবে তবে উভয় পক্ষ নিজেদের মধ্যে বাণিজ্য আলোচনা অব্যাহত রেখেছে বলেও জানান তিনি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন