তৃতীয় প্রান্তিকে সিঙ্গাপুরে ৫০ লাখ পর্যটক আগমন

চলতি বছরের তৃতীয় প্রান্তিকে সিঙ্গাপুরে রেকর্ডসংখ্যক পর্যটক আগমন হয়েছে। গত জুলাই থেকে সেপ্টেম্বরে প্রায় ৫০ লাখ পর্যটক সিঙ্গাপুর ভ্রমণ করেছে। সিঙ্গাপুরের পর্যটন বোর্ডের ওয়েবসাইট থেকে প্রাপ্ত উপাত্তে দেখা যাচ্ছে, বৃহত্তর চীন থেকে সবচেয়ে বেশি পর্যটক এসেছে এবং চলতি বছর তা ২২ শতাংশ বেড়েছে। এর আগে ২০১৮ সালের একই প্রান্তিকে রেকর্ড ৪৮ লাখ ৩০ হাজার পর্যটক এসেছিল। পর্যটক আগমন বৃদ্ধির সঙ্গে শহরের বড় একটি বাঁধ পুনরায় চালু র্যাফলস হোটেল সংস্কারের বিষয়টি কাজ করেছে। ১৩২ বছর পুরনো আইকনিক হোটেলটিসিঙ্গাপুর স্লিংপানীয়ের জন্য বিখ্যাত। প্রতিদ্বন্দ্বী অন্য শহর হংকংয়ে ছয় মাসব্যাপী গণতান্ত্রিক আন্দোলনেও সুবিধা পেয়েছে সিঙ্গাপুর। গ্লোবাল ওয়েলনেস সামিটের মতো বিভিন্ন আন্তর্জাতিক আঞ্চলিক সম্মেলনের জন্য আয়োজকরা হংকংয়ের স্থলে সিঙ্গাপুরকে বাছাই করেছে। ২০২০ সালেও সিঙ্গাপুরের জন্য ভালো সময় আশা করা হচ্ছে। গত অক্টোবরে ডিবিএস ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়, সিঙ্গাপুর এয়ারশো, ফুড অ্যান্ড হোটেল এশিয়া কনফারেন্স গেইমস্কম এশিয়াসহ বিভিন্ন সম্মেলন আয়োজিত হচ্ছে বাণিজ্য নগরীটিতে।      সূত্র: ব্লুমবার্গ

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন