ফক্সওয়াগনের চার নির্বাহীর বিরুদ্ধে ৫১ লাখ ইউরো তছরুপের মামলা

বণিক বার্তা ডেস্ক

অতিরিক্ত বেতন ও বোনাস গ্রহণের অভিযোগে ফক্সওয়াগনের চার নির্বাহীর বিরুদ্ধে অর্থ তছরুপের অভিযোগ আনা হয়েছে। সম্প্রতি জার্মান কৌঁসুলিরা এ অভিযোগ আনেন। খবর এএফপি।

কৌঁসুলিদের অভিযোগ, ওয়ার্কস কাউন্সিলের পাঁচ সদস্য ৫১ লাখ ইউরো গ্রহণ করেছেন। তার মধ্যে কাউন্সিল চেয়ারম্যানই অতিরিক্ত ৩১ লাখ ইউরো বেতন-ভাতা গ্রহণ করেছেন।

চার অভিযুক্তের নাম প্রকাশ করা হয়নি, তবে দুজন সাবেক বোর্ড সদস্য বলে জানা গেছে। তৃতীয় ব্যক্তি সাবেক নির্বাহী ও চতুর্থজনবর্তমান দায়িত্বরত বোর্ড সদস্য

সম্প্রতি বিভিন্ন সংকটে জর্জরিত ফক্সওয়াগনের জন্য এটি সর্বশেষ ধাক্কা হিসেবে দেখা দিয়েছে। ফক্সওয়াগনের ডিজেলচালিত ইঞ্জিন যাতে দূষণের পরিমাণ কম দেখায়, এ রকম একটি সফটওয়্যারসহ বাজারে ছাড়ে ফক্সওয়াগন। চার বছর আগে ১ কোটি ১০ লাখ গাড়ি বাজারে ছাড়ার বিষয়টি স্বীকার করেছিল কোম্পানিটি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন